Wednesday, November 12, 2025

তিনি এখন কোন দলে? এবার কাঁথির সাংসদ শিশির অধিকারীকে সমন পাঠাল লোকসভার প্রিভিলেজ কমিটি। আগামী ১২ অক্টোবর বেলা সাড়ে ১২টায় তাঁকে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে। গত ২০ সেপ্টেম্বর তৃণমূলের পক্ষ থেকে শিশির অধিকারীর সাংসদ পদ খারিজ নিয়ে দ্রুত শুনানির আর্জি জানানো হয়। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে আর্জি জানান তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। তারপরই বর্ষীয়ান সাংসদকে হাজিরার নির্দেশ দিল প্রিভিলেজ কমিটি।

স্পিকারের কাছে সুদীপ বন্দ্যোপাধ্যায় দাবি করেন, “শিশির অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার কথা অস্বীকার করলেও, তাঁর বিরুদ্ধে যথেষ্ট তথ্য-প্রমাণ আছে। তাঁকে যত দ্রুত সম্ভব সদস্যপদ খারিজের আবেদন করেছি।”

প্রসঙ্গত, একুশের বিধানসভা ভোটের মুখে ২০২০ সালে ডিসেম্বরে বিজেপিতে যোগ দেন শুভেন্দু অধিকারী। এরপর শুভেন্দুর হাত ধরে গেরুয়া শিবিরে নাম লেখান তাঁর ছোটভাই ভাই তথা শিশিরবাবুর ছোট ছেলে সৌমেন্দু অধিকারীও। এরপর বিধানসভা ভোটের আগে অমিত শাহর রাজনৈতিক সভামঞ্চে আচমকা দেখা যায় কাঁথির সাংসদ শিশির অধিকারীকেও। তিনি তৃণমূলের সাংসদ পদ ছেড়েই বিজেপির রাজনৈতিক কর্মসূচিতে কিভাবে যোগ দিলেন? এই অভিযোগ তুলে শিশিরের সাংসদপদ খারিজের দাবিতে লোকসভার অধ্যক্ষকে চিঠি দেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। শিশির অধিকারী অবশ্য এখনও দাবি করেছেন, তিনি তৃণমূলেই আছেন। একইসঙ্গে অর্জুন সিংয়ের অবস্থানও জানতে চান স্পিকার।

 

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version