Sunday, November 16, 2025

শুক্রবার পর্যন্ত কড়া পদক্ষেপ নয়,ফের সুপ্রিম স্বস্তি মানিকের

Date:

আরও ৪৮ ঘণ্টার জন্য স্বস্তি পেলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্য। বুধবার সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী নির্দেশে জানিয়েছে, শুক্রবার পর্যন্ত কোনও কেন্দ্রীয় এজেন্সি মানিককে গ্রেফতার করতে পারবে না।

আরও পড়ুন:দিল্লির বঙ্গ ভবনেই রয়েছেন মানিক, আজ শীর্ষ আদালতে মামলার শুনানি

তবে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে নির্দেশ দিয়েছিলেন, তা বহাল থাকছে। পর্ষদের সভাপতি পদ থেকে তাঁকে অপসারিত করার যে সিদ্ধান্ত কলকাতা হাইকোর্ট নিয়েছিল সেই সিদ্ধান্তকে পালটা চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মানিক। বুধবার ছিল সেই মামলারই শুনানি। তাতেই আদালতের নির্দেশ, শুক্রবার পর্যন্ত মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া যাবে না। তবে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ নিয়ে কোনও পর্যবেক্ষণ দেয়নি বা কলকাতা হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপও করেনি আদালত।

প্রসঙ্গত, মঙ্গলবার ২০১৪ টেটের OMR শিট নষ্ট করা নিয়ে অ্যাড হক কমিটির ভূমিকা খতিয়ে দেখারও নির্দেশ দিয়েছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ। আর এই ঘটনায় প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যকে হেফাজতে নিয়ে CBI জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। কোন উদ্দেশ্যে ওই সময় উত্তরপত্রগুলি নষ্ট করা হয়েছিল, সেই যাবতীয় বিষয় খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এমনকি, বিচারপতি এও বলেছিলেন যে, দরকার পড়লে মানিককে গ্রেফতারও করা যেতে পারে। পরে অবশ্য সুপ্রিম কোর্ট বুধবার পর্যন্ত মানিককে গ্রেফতার করা যাবে না বলে জানিয়ে দেন।এরপর আজ ফের সুপ্রিম কোর্ট জানিয়ে দিল শুক্রবার পর্যন্ত মানিককে গ্রেফতার করা যাবে না।

Related articles

পিচ বিতর্কে ইতি টানলেন গম্ভীর, হারের জন্য কোচের কাঠগড়ায় পন্থ-যশস্বীরাই

টেস্ট ক্রিকেটে ভারতের গম্ভীর সমস্যা অব্যাহত! ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩০ রানে পরাজিত ভারত। কলকাতায় আসার পর...

ভিনগ্রহীদের খোঁজে সৌরজগতের সীমান্তে পাঠানো ভয়েজারের আয়ু শেষ! এরপর…

মহাকাশের বুকে ভেসে বেড়াচ্ছে মানুষের পাঠানো মহাকাশ-দূত, দেখা মিলল কি 'তাদের'! এক, দুই, তিন, চার করতে করতে প্রায়...

রামমোহনকে অপমান! নজিরবিহীন পদক্ষেপ দাবি বিজেপির শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে

বাংলায় তথা ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যে মনীষীদের পথিকৃৎ হিসাবে দেখা হয়, তার প্রথম সারিতে নাম থাকে বাংলার...

গিলকে নিয়ে মাঠের বাইরে সংঘাত, কেমন আছেন ভারত অধিনায়ক?

পছন্দের পিচ বানিয়েও ইডেনে বুমেরাং হয়েছে ভারতের। হারের হতাশার মধ্যেই একরাশ আতঙ্ক ভারতীয় শিবিরে। কারণ দলের অধিনায়ক শুভমান...
Exit mobile version