Sunday, November 16, 2025

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজে শামির পরিবর্তে স্কোয়াডে উমেশ যাদব

Date:

আজ, বুধবার থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজে খেলতে নামছে ভারত। সিরিজে মহম্মদ শামিকে পাওয়া নিয়ে প্রশ্ন উঠেছিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজের আগে করোনা আক্রান্ত হওয়ায় ছিটকে যান শামি। প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজে অনিশ্চিত ছিলেন শামি। সেটা এবার সরকারিভাবে জানাল বিসিসিআই। তিনি এখনও ফিট না হওয়ায় বোর্ড জানিয়ে দিল, শামির পরিবর্তে প্রোটিয়াদের বিরুদ্ধে টি-২০ সিরিজে ভারতীয় স্কোয়াডে থাকছেন উমেশ যাদব।

শামির পরিবর্ত হিসেবে অস্ট্রেলিয়া সিরিজে স্কোয়াডে রাখা হয়েছিল উমেশকে। এমনকী মোহালিতে সিরিজের প্রথম ম্যাচে খেলে এক ওভারে দুটো উইকেটও নিয়েছিলেন কেকেআর-এর বিদর্ভের পেসার।দীপক হুডা-র পিঠে চোট থাকায় তিনিও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজে দলে থাকছেন শ্রেয়স আইয়ার ও শাহবাজ আহমেদ। তাও সরকারিভাবে জানিয়ে দিল বিসিসিআই। জিম্বাবোয়ে সফরে ওয়াশিংটন সুন্দরের জায়গায় জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন বাংলার বাঁ হাতি স্পিনার-অলরাউন্ডার। তবে সিকান্দার রাজাদের বিরুদ্ধে লোকেশ রাহুলের দলে প্রথম একাদশে জায়গা হয়নি ২৭ বছরের শাহবাজের।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজে ভারতীয় দল-রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ (উইকেটকিপার), দীনেশ কার্তিক (উইকেটকিপার), রবীচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, আর্শদীপ সিং, উমেশ যাদব, হর্ষল প্যাটেল, শাহবাজ আহমেদ, দীপক চাহার, জশপ্রীত বুমরা।

ভারত-দক্ষিণ আফ্রিকা টি-২০ সিরিজের ক্রীড়াসূচি

প্রথম ম্যাচ- ২৮ সেপ্টেম্বর, বুধবার, কেরল (গ্রিনফিল্ড স্টেডিয়াম)
দ্বিতীয় ম্যাচ- ২ অক্টোবর, রবিবার, অসম (বরসাপাড়া স্টেডিয়াম)
তৃতীয় ম্যাচ- ৪ অক্টোবর, মঙ্গলবার, মধ্যপ্রদেশ (হোলকার স্টেডিয়াম)

 

Related articles

শহর-কেন্দ্রে এমুনারেশন ফর্ম বিতরণে বিপত্তি! ‘নিখোঁজ’ ৩০ শতাংশ ভোটার 

রাজ্যে বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচিতে মোট ভোটারদের প্রায় ৯৯.৬ শতাংশকে এমুনারেশন ফর্ম বিতরণ করা গেলেও শহরাঞ্চলের বেশ কয়েকটি...

প্রাক্তন প্রেমিকার ‘লাভ রিঅ্যাক্ট’ ঘিরে দাম্পত্য সংঘর্ষ! স্বামীকে বেধড়ক পেটালেন স্ত্রী 

জলপাইগুড়ির ধূপগুড়িতে দাম্পত্য কলহ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল। স্বামীর সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন প্রেমিকার ‘লাভ রিঅ্যাক্ট’ ও ঘনিষ্ঠ সম্বোধনকে...

ছাত্রদের কাঁধে বন্দুক রেখে টলিউডে অন্য খেলা? 

ফিল্ম স্কুলের ছাত্র-ছাত্রীরা কমার্শিয়াল ছবি বানালে সে ক্ষেত্রে তাঁরা টলিউডের নিয়মকে বুড়ো আঙ্গুল দেখাতে পারেন কি? যখন সেই...

বৈঠকে নীতীশ-চিরাগ! বিহারে মন্ত্রিসভা গঠন নিয়ে নতুন সম্ভাবনার ইঙ্গিত

সংখ্যাগরিষ্ঠতার বিচারে মুখ্যমন্ত্রিত্বের দাবিদার বিজেপি। কিন্তু মুখ্যমন্ত্রী কে হবেন বিহারে? তা নিয়ে ক্রমশ জলঘোলা শুরু। একদিকে নীতীশ কুমারের...
Exit mobile version