Thursday, August 28, 2025

বাগুইআটি কাণ্ডের ছায়া এবার বহরমপুরে! অপহৃত যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার

Date:

Share post:

বাগুইআটি, ইলামবাজারের পর এবার বহরমপুর। ফের অপহরণ করে যুবককে খুনের অভিযোগ। মৃত যুবকের নাম বাপ্পা মণ্ডল (Bappa Mondal)। বুধবার সন্ধেয় যুবককে অপহরণ করে পরিবারের কাছে ৫ লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয় বলে অভিযোগ। আর পরিবার তা দিতে অস্বীকার করায় বৃহস্পতিবার সকালে বহরমপুর বাইপাসের (Berhammpore Bypass) ধার থেকে ওই যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। তবে পুলিশের অনুমান, যুবককে খুন করে তারপরই পরিবারের কাছে মুক্তিপণ চায় দুষ্কৃতীরা। পরিবারের অভিযোগ, পুলিশে খবর দিয়েছিলেন বলেই তাঁদের ছেলেকে খু*ন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে এলাকার মোড়ের সিসিটিভি ফুটেজ (CCTV Footage) খতিয়ে দেখা হয়। তাতেই পরিষ্কার হয়ে যায় বুধবার ৭টা বেজে ১৭ মিনিটে বাইকে বসিয়ে বাপ্পাকে নিয়ে যায় দুষ্কৃতীরা। ৭টা ২৫ নাগাদ আরও একটি বাইক পাড়ায় ঢোকে বলে সিসিটিভি ফুটেজে ধরা পড়ে। তারপর সাড়ে ১০টা নাগাদ মুক্তিপণ চেয়ে ফোন আসে বাপ্পার বাড়িতে। পরিবারের এক সদস্য জানান, অপহরণের তিন ঘণ্টা পর পরিবারের কাছে ফোন আসে। ৫ লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয়। সেই মতো বাপ্পার বাবা টাকা নিয়ে বাড়ি থেকে বেলডাঙার উদ্দেশে রওনা দেন। কিন্তু মাঝপথে অপহরণকারীরা বুঝতে পারে যে, সাদা পোশাকে থাকা পুলিশের গাড়িও পিছনে রয়েছে। তাতেই যোগাযোগ বন্ধ করে দেয় তারা। এরপর বৃহস্পতিবার সকালে বাপ্পার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়।

নিহতের পরিবার জানিয়েছে, পুলিশকে কেন খবর দেওয়া হয়েছে তা ফোনে জানতে চায় অপহরণকারীরা। তারপর নানা ভাবে পরিবারের কাছে আসতে থাকে হুমকি ফোন। টাকা না পেলে বাপ্পাকে মেরে দেওয়ারও হুমকি দেওয়া হয়। এরপর রাত ১২টা নাগাদ ফোন বন্ধ করে দেয় অপহরণকারীরা। তারপর থেকে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। তারপরই বৃহস্পতিবার সকালে বাপ্পার দেহ উদ্ধার হয়। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ মুর্শিদাবাদ হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার তদন্ত (Investigation) শুরু করেছে পুলিশ। ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার (Arrest) করা যায়নি।

spot_img

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...