Thursday, December 25, 2025

বাগুইআটি কাণ্ডের ছায়া এবার বহরমপুরে! অপহৃত যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার

Date:

Share post:

বাগুইআটি, ইলামবাজারের পর এবার বহরমপুর। ফের অপহরণ করে যুবককে খুনের অভিযোগ। মৃত যুবকের নাম বাপ্পা মণ্ডল (Bappa Mondal)। বুধবার সন্ধেয় যুবককে অপহরণ করে পরিবারের কাছে ৫ লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয় বলে অভিযোগ। আর পরিবার তা দিতে অস্বীকার করায় বৃহস্পতিবার সকালে বহরমপুর বাইপাসের (Berhammpore Bypass) ধার থেকে ওই যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। তবে পুলিশের অনুমান, যুবককে খুন করে তারপরই পরিবারের কাছে মুক্তিপণ চায় দুষ্কৃতীরা। পরিবারের অভিযোগ, পুলিশে খবর দিয়েছিলেন বলেই তাঁদের ছেলেকে খু*ন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে এলাকার মোড়ের সিসিটিভি ফুটেজ (CCTV Footage) খতিয়ে দেখা হয়। তাতেই পরিষ্কার হয়ে যায় বুধবার ৭টা বেজে ১৭ মিনিটে বাইকে বসিয়ে বাপ্পাকে নিয়ে যায় দুষ্কৃতীরা। ৭টা ২৫ নাগাদ আরও একটি বাইক পাড়ায় ঢোকে বলে সিসিটিভি ফুটেজে ধরা পড়ে। তারপর সাড়ে ১০টা নাগাদ মুক্তিপণ চেয়ে ফোন আসে বাপ্পার বাড়িতে। পরিবারের এক সদস্য জানান, অপহরণের তিন ঘণ্টা পর পরিবারের কাছে ফোন আসে। ৫ লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয়। সেই মতো বাপ্পার বাবা টাকা নিয়ে বাড়ি থেকে বেলডাঙার উদ্দেশে রওনা দেন। কিন্তু মাঝপথে অপহরণকারীরা বুঝতে পারে যে, সাদা পোশাকে থাকা পুলিশের গাড়িও পিছনে রয়েছে। তাতেই যোগাযোগ বন্ধ করে দেয় তারা। এরপর বৃহস্পতিবার সকালে বাপ্পার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়।

নিহতের পরিবার জানিয়েছে, পুলিশকে কেন খবর দেওয়া হয়েছে তা ফোনে জানতে চায় অপহরণকারীরা। তারপর নানা ভাবে পরিবারের কাছে আসতে থাকে হুমকি ফোন। টাকা না পেলে বাপ্পাকে মেরে দেওয়ারও হুমকি দেওয়া হয়। এরপর রাত ১২টা নাগাদ ফোন বন্ধ করে দেয় অপহরণকারীরা। তারপর থেকে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। তারপরই বৃহস্পতিবার সকালে বাপ্পার দেহ উদ্ধার হয়। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ মুর্শিদাবাদ হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার তদন্ত (Investigation) শুরু করেছে পুলিশ। ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার (Arrest) করা যায়নি।

spot_img

Related articles

প্রয়াত জঙ্গলমহলের ‘মাস্টারমশাই’ উপেন্দ্র কিস্কু

দীর্ঘ রাজনৈতিক জীবনের ইতি। প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বামনেতা উপেন্দ্র কিস্কু (Upendra Kisku)। বুধবার রাতে বাঁকুড়ার (Bankura)...

সুগন্ধি ব্যবহারেও সমান দক্ষ, বুমরাহের অজানা গুণ প্রকাশ্যে আনলেন সতীর্থ

প্রতিপক্ষ দলের ব্যাটারদের কাছে ত্রাসের নাম জসপ্রীত বুমরাহ (Jaspreet Bumrah)।  আগুনে বোলিং করে বিপক্ষ দলের ব্যাটারদের সাজঘরের পথ...

চরিত্র বদল জমায়েতের: স্বাধীনতা সংগ্রাম মনে করিয়ে BNP-কে পথ দেখালেন তারেক

ধর্ম ও জাতি হিংসার পথ থেকে সরে আসতে বাংলাদেশকে কতটা পথ দেখাতে পারবে বিএনপি তা আগামী সময় বলতে...

ঝাড়খণ্ডের সাফল্যে রয়েছে ক্যাপ্টেন কুলের মস্তিস্ক! জানুন নেপথ্যের ঘটনা

কয়েকদিন আগেই সৈয়দ মুস্তাক আলি ট্রফি(Syed Mushtaq Ali Trophy.) জিতেছে ঝাড়খন্ড(Jharkhand)। ঈশান কিষানের নেতৃত্বে দুরন্ত পারফরম্যান্স করেছে ঝাড়খণ্ড...