Thursday, August 28, 2025

চতুর্থীর সকাল থেকেই টালা ব্রিজে শুরু হল বাস চলাচল, খুশি যাত্রীরা

Date:

উৎসবের মরশুমে নিত্যযাত্রীদের জন্য সুখবর! নয়া রূপে ছন্দে ফিরল টালা ব্রিজ।  চতুর্থীর দিন সকাল ৬টা থেকেই শুরু হল বাস চলাচল। এবার থেকে পুরানো সমস্ত রুটের বাস চলবে এই ব্রিজ দিয়ে।পুজোর শুরুতে নতুন রূপে টালা ব্রিজ চালু হওয়ায়, খুশি যাত্রীরা।

আরও পড়ুন:নতুন টালা ব্রিজে শুরু যান চলাচল, আপাতত চলবে ছোট গাড়ি ও বাইক

বৃহস্পতিবার সকাল ৬টা থেকে টালা ব্রিজ দিয়ে বিভিন্ন রুটে ছুটছে বাস-মিনিবাস। মহালয়ার আগেই নবনির্মিত টালা ব্রিজের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্রিজ উদ্বোধনের পর ছোট গাড়ির চলাচলে অনুমতি দেওয়া হলেও ভারী যানবাহন চলাচল এতদিন বন্ধই ছিল। তবে চতুর্থী থেকে টালা ব্রিজের উপর দিয়ে বাস চলাচলেও ছাড় দেওয়া হয়েছে।চার লেনের এই টালা ব্রিজ দিয়ে বাস চলাচল শুরু হয়ে যাওয়ায় পুজোয় সুবিধা হল দর্শনার্থীদেরও।

প্রসঙ্গত, ২০১৮ সালে মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার পর সবকটি ব্রিজেরই স্বাস্থ্য পরীক্ষার সিদ্ধান্ত হয়। ২০১৯-এর অক্টোবরে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট দেখে টালা ব্রিজ ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়। ২০২০ সালের শুরুতে টালা ব্রিজ ভাঙার কাজে হাত লাগানো হয়। যদিও তার পরপরই করোনা অতিমারীর প্রকোপ নেমে আসে। যার জেরে ব্রিজ ভাঙার কাজ সাময়িকভাবে বাধা প্রাপ্ত হয়। যদিও সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে এপ্রিল মাসে ব্রিজ ভাঙার কাজ শেষ হয়। মেরামতির পর ছাড়পত্র মিলতেই আড়াই বছর পর ফের চালু হয় যান চলাচল।

জানা গিয়েছে, টালা ব্রিজটি তৈরি করতে রাজ্য সরকারের ৪৬৮ কোটি টাকা খরচ হয়েছে। তবে মহালয়ার তিন দিন আগে টালা ব্রিজের উদ্বোধন হয়ে গেলেও এতদিন ব্রিজ দিয়ে বাস চলাচল বন্ধ রাখা হয়েছিল। এবার তা চালু হয়ে যাওয়ায় সমস্যা অনেকটাই মিটল। কলকাতা এবং শহরতলির সংযোগকারী এই ব্রিজ পুরোদমে চালু হয়ে যাওয়ায় উত্তর কলকাতায় যানজটের সমস্যা অনেকাংশে মিটবে বলে আশাবাদী প্রশাসন।

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version