Sunday, August 24, 2025

হিন্দু রাষ্ট্র হবে ভারত: মোহন ভগবতের মন্তব্যের পাল্টা কুণাল মনে করালেন ‘বিবেকানন্দের মতাদর্শ’

Date:

সর্ব ধর্ম সমন্বয়ের দেশ ভারতে এবার সরাসরি হিন্দু রাষ্ট্রের জিগির তুলল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ(RSS)। বুধবার কলকাতায় এক সভায় উপস্থিত হয়ে আরএসএস প্রধান মোহন ভাগবত(Mohan Bhagwat) জানালেন, ভারতকে এমন একটা হিন্দু রাষ্ট্র হিসেবে তৈরি করতে হবে যে পৃথিবীর প্রতিটি দেশ থেকে লোকে এসে এদেশের মানুষের কাছ থেকে শিক্ষা নিতে পারে। আরএসএস প্রধানের মুখে হিন্দু রাষ্ট্র মন্তব্যে স্বাভাবিকভাবেই বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠেছে। যদিও ভগবতের হিন্দুত্ববাদ প্রসঙ্গে পাল্টা তোগ দেগে আরএসএসকে স্বামী বিবেকানন্দের মতাদর্শ স্মরণ করিয়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কুণাল ঘোষ(Kunal Ghosh)।

এদিন সায়েন্স সিটিতে (Science City) বাংলায় সংঘের প্রবীণ প্রচারক কেশবরাও দীক্ষিত ও শ্যামলাল বন্দ্যোপাধ্যায়ের স্মরণসভায় যোগ দেন ভাগবত। প্রয়াত কেশবরাও-এর জীবন ও কাজের প্রসঙ্গে কথা বলতে গিয়ে ভাগবত বলেন, নিজের জীবনকে কীভাবে মানুষের কাজে নিয়োজিত করতে হয়, তার প্রমাণ এঁরাই। একই সঙ্গে নরেন্দ্র মোদির (Narendra Modi) ‘বিশ্বনায়ক’ তত্ত্বের ছায়ায় সংঘচালক বলেন, ভারতকে গোটা বিশ্বের কাছের আদর্শ হিন্দু রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে দায়িত্ব নিতে হবে। সেভাবেই স্বয়ংসেবকদের তৈরি করতে হবে।

তার এই মন্তব্যের পাল্টা এদিন কুণাল ঘোষ বলেন, “আরএসএস যে হিন্দুত্বের কথা বলছে তা আসলে হিন্দুত্বের এক বিকৃত ব্যাখ্যা, এবং ধর্মীয় মেরুকরণের চেষ্টা। হিন্দুত্ব কি আমরা মোহন ভাগবতের কাছ থেকে শিখব নাকি স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সভায় হিন্দুত্বের যে ব্যাখ্যা দিয়ে গেছেন সেই ব্যাখ্যা শুনবো। ভারতবর্ষে সারা পৃথিবীর মানুষ এমনি আসেন। তার জন্য আরএসএসের টিউটোরিয়ালের দরকার পড়ে না। বিশ্বের দরবারে হিন্দুত্বকে যদি কেউ তুলে থাকেন তিনি স্বামী বিবেকানন্দ। স্বামীজি বিশ্ব কবি রবীন্দ্রনাথ কাজী নজরুল এদের ধর্মীয় মতাদর্শ এবং সার্বিকভাবে সম্প্রীতির ভিত্তির উপর ভারত দাঁড়িয়ে আছে সেখানে, ‘ভারতবর্ষ সূর্যের এক নাম, ভারতবর্ষ সাম্যের এক নাম।’ এটা যেন আরএসএসের কর্তা ব্যক্তিরা মনে রাখেন। তারা মনে রাখুন ভারতবর্ষের সম্প্রীতি ও প্রকৃত ধর্ম ভাবনা। আজ বিজেপি এসে ধর্মীয় মেরুকরণে ভোট পাওয়ার তাগিদে নব হিন্দুত্বের ব্যাখ্যা ভারতের প্রয়োজন নেই।”

Related articles

আবেগঘন বার্তা দিয়ে ক্রিকেটকে বিদায় চেতেশ্বর পূজারার

ভারতীয় ক্রিকেট দলের বহু টেস্ট জয়ের স্বাক্ষী তিনি। বহু ম্যাচে একা হাতে ভারতকে বাঁচিয়েওছেন। এবার সেই চেতেশ্বর পূজারাই(Cheteshwar...

বিহারে এত পাক নাগরিক! জানেই না প্রশাসন

বাংলার অরক্ষিত সীমান্ত পেরিয়ে বাংলাদেশের নাগরিকদের অনুপ্রবেশ নিয়ে চিৎকার করছেন অমিত শাহ। এবার সীমান্তে অমিত শাহের (Amit Shah)...

চলন্ত ট্রেনের ওপর ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, আতঙ্কিত যাত্রীরা

বড়সড় ট্রেন দূর্ঘটনার হাত থেকে রক্ষা। সঠিক সময়ে ট্রেন দাঁড় না করালে রবিবার সকালেই ঘটে যেত এক ভয়ঙ্কর...

দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেশে সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী কে? রইল তালিকা

দেশে কোটিপতি মুখ্যমন্ত্রীদের ভিড়ে ব্যতিক্রম শুধু একজন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বর্তমানে দেশে সবথেকে গরিব মুখ্যমন্ত্রী তিনি।...
Exit mobile version