Monday, August 25, 2025

মোদি-শাহ জুটির “কু-নজর” এবার বিজ্ঞানে! বন্ধ হতে চলেছে গবেষণাক্ষেত্রের প্রায় ৮০০টি পুরস্কার

Date:

Share post:

এবার নরেন্দ্র মোদি-অমিত শাহের (Narendra modi- amit shah) কু-নজর পড়ল দেশের বিজ্ঞান ক্ষেত্রে। কেন্দ্রের বিজেপি (BJP) সরকারের জমানায় এবার বন্ধ হতে চলেছে চলেছে বিজ্ঞানচর্চা ও গবেষণা সংক্রান্ত কয়েকশো পুরস্কার। পরিবর্তে মোদি-শাহ চাইছেন কেন্দ্রের পৃষ্ঠপোষকতা “ভারতরত্ন” সম্মাননার আদলে “বিজ্ঞানরত্ন” পুরস্কার প্রদান করতে।

জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দফতরের সচিব অজয় ভাল্লা সম্প্রতি এ সংক্রান্ত একটি বৈঠক করেছেন। সেখানে বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রকের দেওয়া বিজ্ঞান সংক্রান্ত বিভিন্ন পুরস্কার ও সম্মাননা বন্ধ করার সিদ্ধান্ত হয়েছে। “শান্তিস্বরূপ ভাটনগর” পুরস্কার ছাড়া বাকি সমস্ত বিজ্ঞান সংক্রান্ত পুরস্কার বন্ধ হওয়ার পথে।

কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের (Union Ministry of Science and Technology) এক আধিকারিক জানিয়েছেন, বর্তমানে কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি ভূবিজ্ঞান-সহ বিভিন্ন মন্ত্রক বিজ্ঞানচর্চা ও গবেষণা সংক্রান্ত ৮০১টি পুরস্কার দেয়। কেন্দ্রের নতুন সিদ্ধান্তে তা কমে দাঁড়াতে পারে মাত্র ৬টিতে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন বিজ্ঞান-প্রযুক্তি বিভাগের ২১১টি পুরস্কারের ২০৭টি বন্ধ হবে এ বার। পরমাণু শক্তি বিভাগের ৩৮টি পুরস্কারের সবগুলি বন্ধ হচ্ছে। মহাকাশ বিজ্ঞান বিভাগেরও তিনটি পুরস্কারই বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। বিজ্ঞান ও শিল্প গবেষণা বিভাগের ৭টি পুরস্কারের মধ্যে বন্ধ হবে ৬টি। এ ছাড়া ভূবিজ্ঞান মন্ত্রকের ৪টি পুরস্কারের মধ্যে তিনটিকে বাতিলের তালিকায় পাঠানো হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের ১৭টির মধ্যে ১৩টি এবং স্বাস্থ্য গবেষণা বিভাগের ৩৭টির মধ্যে ৩৪টিকে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার।

spot_img

Related articles

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে সমকামী সম্পর্ক-ব্ল্যাকমেইল! তদন্তে চাঞ্চল্যকর তথ্য

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য। হাওড়ার গোলাবাড়ি থানার সালকিয়ার অরবিন্দ রোডের বাসিন্দা অসীম দে (Asim de) খুন...