Friday, January 16, 2026

মোদি-শাহ জুটির “কু-নজর” এবার বিজ্ঞানে! বন্ধ হতে চলেছে গবেষণাক্ষেত্রের প্রায় ৮০০টি পুরস্কার

Date:

Share post:

এবার নরেন্দ্র মোদি-অমিত শাহের (Narendra modi- amit shah) কু-নজর পড়ল দেশের বিজ্ঞান ক্ষেত্রে। কেন্দ্রের বিজেপি (BJP) সরকারের জমানায় এবার বন্ধ হতে চলেছে চলেছে বিজ্ঞানচর্চা ও গবেষণা সংক্রান্ত কয়েকশো পুরস্কার। পরিবর্তে মোদি-শাহ চাইছেন কেন্দ্রের পৃষ্ঠপোষকতা “ভারতরত্ন” সম্মাননার আদলে “বিজ্ঞানরত্ন” পুরস্কার প্রদান করতে।

জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দফতরের সচিব অজয় ভাল্লা সম্প্রতি এ সংক্রান্ত একটি বৈঠক করেছেন। সেখানে বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রকের দেওয়া বিজ্ঞান সংক্রান্ত বিভিন্ন পুরস্কার ও সম্মাননা বন্ধ করার সিদ্ধান্ত হয়েছে। “শান্তিস্বরূপ ভাটনগর” পুরস্কার ছাড়া বাকি সমস্ত বিজ্ঞান সংক্রান্ত পুরস্কার বন্ধ হওয়ার পথে।

কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের (Union Ministry of Science and Technology) এক আধিকারিক জানিয়েছেন, বর্তমানে কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি ভূবিজ্ঞান-সহ বিভিন্ন মন্ত্রক বিজ্ঞানচর্চা ও গবেষণা সংক্রান্ত ৮০১টি পুরস্কার দেয়। কেন্দ্রের নতুন সিদ্ধান্তে তা কমে দাঁড়াতে পারে মাত্র ৬টিতে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন বিজ্ঞান-প্রযুক্তি বিভাগের ২১১টি পুরস্কারের ২০৭টি বন্ধ হবে এ বার। পরমাণু শক্তি বিভাগের ৩৮টি পুরস্কারের সবগুলি বন্ধ হচ্ছে। মহাকাশ বিজ্ঞান বিভাগেরও তিনটি পুরস্কারই বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। বিজ্ঞান ও শিল্প গবেষণা বিভাগের ৭টি পুরস্কারের মধ্যে বন্ধ হবে ৬টি। এ ছাড়া ভূবিজ্ঞান মন্ত্রকের ৪টি পুরস্কারের মধ্যে তিনটিকে বাতিলের তালিকায় পাঠানো হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের ১৭টির মধ্যে ১৩টি এবং স্বাস্থ্য গবেষণা বিভাগের ৩৭টির মধ্যে ৩৪টিকে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার।

spot_img

Related articles

হিরণকে নিইনি, ২ বিজেপি বিধায়ক আসতে চায়: জনতার দাবিকে প্রাধান্য দিয়ে কী জানালেন অভিষেক

“হিরণ আমার অফিসে এসেছিল। তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছেপ্রকাশ করেছিল। নিইনি। মেদিনীপুরের দুই বিজেপি (BJP) বিধায়ক তৃণমূলে আসতে চায়!...

উত্তর থেকেই দক্ষিণের পরিবহনে নয়া পদক্ষেপ, সিএনজি সরকারি বাসের উদ্ধোধন মমতার

শুক্রবার থেকে উত্তরবঙ্গ সফর শুরু হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banarjee)। শিলিগুড়ির মহাকাল মন্দিরের শিল্যানাস করেন মুখ্যমন্ত্রী। এই অনুষ্ঠান মঞ্চ...

‘ভারতরত্ন’ নথিতে প্রমাণ করতে হল ভোটাধিকার! অমর্ত্য সেনের নথি সংগ্রহ কমিশনের

যে ১১টি নথি প্রাথমিকভাবে ভোটাধিকারের প্রামাণ্য হিসাবে দাবি করেছিল জাতীয় নির্বাচন কমিশন, তার মধ্যে অন্যতম ছিল ভারতরত্ন (Bharat...

ISL: বেতন কমাচ্ছে একাধিক দল, দুই প্রধানের প্রস্তুতিতে জোর

আইএসএলের(ISL) দিনক্ষণ ঘোষণা হয়েছে। কিন্তু ফর্ম্যাট বা সূচি ঘোষণা করতে এখনও পারেনি ফেডারেশন। জোর কদমে চলছে দুই প্রধানের...