Wednesday, May 7, 2025

এক দুটো নয় একেবারে দুডজন বিয়ে। শেষমেশ প্রতারণার অপরাধে গ্রেফতার যুবক। ইতিমধ্যেই তার একাধিক সিম কার্ড ও ভুয়ো নথি ও কিছু নগদ টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ।ধৃত ব্যক্তির নাম আশাবুল মোল্লা।

আরও পড়ুন: ৫৩ বিয়ে করলেও মেলেনি শান্তি! বড় একা সৌদির ‘বহুবিবাহের রাজা’
পুলিশ সূত্রের খবর , জেরার পর জানা গেছে আশাবুলের আসল বাড়ি বারাসত থানা এলাকার কাজিপাড়ায়। তাঁর বয়স ২৮ বছর। প্রেমের টোপ দিয়ে মেয়েদের ফাঁসিয়ে বিয়ে করার পর নববধূর গয়না-টাকা নিয়ে চম্পট দিতেন আশাবুল। সম্প্রতি মুর্শিদাবাদের সাগরদিঘির প্রতারিত এক যুবতীর লিখিত অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে শুরু হয় তদন্ত ।কিন্তু কোনও এলাকাতেই বেশি দিন থাকতেন না বছর আঠাশের ওই যুবক। এছাড়াও ভুয়ো পরিচয়পত্র ও একাধিক সিম কার্ড ব্যবহার করায় তাঁকে গ্রেফতার করতে নাস্তানাবুদ হতে হয় পুলিশকে। শেষমেশ উত্তর ২৪ পরগনার দত্তপুকুর থানা এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে সাগরদিঘি থানায় নিয়ে আসে পুলিশ। গ্রেফতারের পর তাঁকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, ২৪ জন মহিলাকে ইতিমধ্যেই বিয়েও করেছেন ধৃত আশাবুল। বৃহস্পতিবার ধৃতকে জঙ্গিপুর আদালতে পেশ করা হলে তাঁকে সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।


জানা গেছে, কখনও বারাসাত, কখনও মুর্শিদাবাদে গিয়ে বিভিন্নভাবে সহানুভূতি আদালত করতেন আশাবুল। এরপর যুবতীদের প্রেমের জালে ফাঁসিয়্ বেশ কিছুদিন ঘর সংসার করার পর আচমকাই হয়না নিয়ে চম্পট দিতেন রাতারাতি। এভাবেই এক এক করে প্রায় ২৪টি বিয়ে করে ছিলেন বছর ২৮ এর আশাবুল। তবে মুর্শিদাবাদের সাগরদিঘির প্রতারিত এক যুবতীর লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তবে আশাবুলের খোঁজ কিছুতেই মিলছিল না। পরে গোপন সূত্রে খবর পেয়ে দত্তপুকুর থানা এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। তবে আশাবুলের এই কুকীর্তির কথা ঘুণাক্ষরেও জানতেন না তাঁর প্রতিবেশীরা।পুলিশ তাঁর বাড়িতে পৌঁছতেই বিষয়টি জানাজানি হয়।

Related articles

মকড্রিলের আগেই শুরু প্রত্যাঘাত, মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে ভারতের মিসাইল হানা

দেশজুড়ে মকড্রিল শুরুর কয়েক ঘণ্টা আগেই মঙ্গলবার মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে (POK) মিসাইল হানা ভারতের। সেনার তরফে এক্স...

সচেতনতায় জোর! রাজ্য জুড়ে পালিত হল বিশ্ব হাঁপানি দিবস

মঙ্গলবার রাজ্যের বিভিন্ন প্রান্তে পালিত হল বিশ্ব হাঁপানি দিবস। প্রতি বছর মে মাসের প্রথম মঙ্গলবার এই দিনটি পালিত...

ভিনরাজ্যে হেনস্থা! বাংলার শ্রমিকদের সুরক্ষায় কেন্দ্রকে চিঠি মুখ্যসচিবের

ভিনরাজ্যে কাজ করতে গিয়ে বারবার হেনস্থার শিকার হচ্ছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা। বিষয়টি নিয়ে এবার সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ...

অসুস্থতায় বদলে গেল ট্রেন যাত্রা! জবলপুর যাওয়ার পথে নিখোঁজ কেন্দ্রীয় মন্ত্রী

শনিবার রাতে দিল্লি থেকে মধ্যপ্রদেশের জবলপুরগামী গন্ডোয়ানা এক্সপ্রেসে সফর করছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জুয়েল ওরাম। কিন্তু রবিবার দামোহ স্টেশনে...
Exit mobile version