Tuesday, November 11, 2025

দুবছর পর অতিমারী প্রকোপ কাটিয়ে ধুমধাম করে পালিত হচ্ছে বাঙালির শ্রেষ্ঠ দুর্গোৎসব। তবে, পুজোতে ‘অসুর’ হতে পারে বৃষ্টি। এমনটাই বলছে আবহাওয়া দফতর। তাই প্যাণ্ডেলে প্যাণ্ডেলে ঘুরে ঠাকুর দেখা, বন্ধুদের সঙ্গে রেস্তোরাঁয় খেতে যাওয়া সব আনন্দই মাটি হতে পারে। আলিপুর আবহাওয়া দফতরের
পূর্বাভাস, ষষ্ঠী থেকে দশমী অবধি উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ- গোটা রাজ্যই ভাসতে পারে। এমনকি বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ও হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এরফলে রাজ্যের বিস্তীর্ণ এলাকায় আগামী ১ অক্টোবর অর্থাৎ ষষ্ঠী থেকে নিম্নচাপের পূর্বাভাসও রয়েছে।

আরও পড়ুন:আবেগের উৎসবে জল ঢালবে ঘূর্ণাবর্ত, সপ্তমী থেকেই বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস
একনজরে দেখে নিন পুজোর ক’দিন কোথায় কোথায় বৃষ্টি হবে?

কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকা:
পঞ্চমী থেকে ষষ্ঠী (৩০ সেপ্টেম্বর – ১ অক্টোবর): বিক্ষিপ্ত বজ্রপাত-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা।
সপ্তমী থেকে অষ্টমী (২ অক্টোবর – ৩ অক্টোবর): সাধারণত মেঘলা আকাশ থাকবে। সঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা।
নবমী থেকে দশমী (৪ অক্টোবর – ৫ অক্টোবর): একইভাবে সাধারণত মেঘলা আকাশ থাকবে। সঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা।

দক্ষিণবঙ্গ:
পঞ্চমী থেকে ষষ্ঠী (৩০ সেপ্টেম্বর – ১ অক্টোবর): হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। হতে পারে বিক্ষিপ্ত বজ্রপাতও।
সপ্তমী (২ অক্টোবর): দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা।
অষ্টমী (৩ অক্টোবর): দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টি এমনকি বজ্রপাত হতে পারে।
নবমী থেকে দশমী (৪ অক্টোবর – ৫ অক্টোবর): এই দুটো দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গ:
পঞ্চমী থেকে সপ্তমী (৩০ সেপ্টেম্বর – ২ অক্টোবর): উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে৷
অষ্টমী থেকে দশমী (৩ অক্টোবর – ৫ অক্টোবর): উত্তরবঙ্গের জেলাগুলিতে দিনগুলোতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

Related articles

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...

দিল্লির ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা, গভীর শোক প্রকাশ বাংলার মুখ্যমন্ত্রীর

দিল্লির (Delhi) লালকেল্লার মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে দাঁড়িয়ে থাকা গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা। শেষ...
Exit mobile version