Monday, August 25, 2025

বদলাচ্ছে ট্রেনের সময়, একাধিক ট্রেনের নয়া সময় সূচি ঘোষণা ভারতীয় রেলের

Date:

ভারতীয় রেলকে(Indian Rail) আরও বেশি অত্যাধুনিক করতে ও দীর্ঘদিনের অপবাদ কাটিয়ে সময়ানুবর্তিতা বজায় রাখতে ট্রেনের সময়সূচিতে পরিবর্তন আনতে চলেছে ভারতীয় রেল। শনিবার প্রকাশিত হচ্ছে নয়া ‘অল ইন্ডিয়া রেলওয়ে টাইম টেবিল’। এর নাম দেওয়া হয়েছে ‘ট্রেনস অ্যাট এ গ্লানস্’ বা ট্যাগ। ভারতীয় রেলের অফিসিয়াল ওয়েবসাইটে (www.indianrailways.gov.in) নতুন এই সময়সূচি পাওয়া যাবে বলে জানিয়েছে রেল।

রেলের পরিসংখ্যান বলছে, দেশে মোট তিন হাজার ২৪০টি মেল ও এক্সপ্রেস ট্রেন চালানো হয়। সেগুলির মধ্যে আছে বন্দে ভারত এক্সপ্রেস, গতিমান এক্সপ্রেস, রাজধানী এক্সপ্রেস, শতাব্দী এক্সপ্রেস, হমসফর এক্সপ্রেস, তেজস এক্সপ্রেস, দুরন্ত এক্সপ্রেস, অন্ত্যোদয় এক্সপ্রেস, গরিব রথ এক্সপ্রেস, সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস, যুব এক্সপ্রেস, উদয় এক্সপ্রেস, জনশতাব্দী এক্সপ্রেসের মতো ট্রেন। এ ছাড়াও, প্রায় তিন হাজার প্যাসেঞ্জার ট্রেন চালায় রেল। শহরতলিতে চলে আরও পাঁচ হাজার ৬৬০টি ট্রেন। দেশের মোট দু’কোটি ২৩ লক্ষ মানুষ প্রতি দিন ট্রেনে যাতায়াত করেন। যাত্রীদের বাড়তি চাপ সামাল দিতে ২০২১ থেকে রেল ৬৫ হাজারের বেশি স্পেশাল (বিশেষ) ট্রেন চালাচ্ছে রেল।

দেশে এই মুহূর্তে দু’টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চলে। তৃতীয়টির উদ্বোধন হয়েছে শুক্রবার। শনিবার থেকে তা চালু হবে। এই ট্রেনের গন্তব্য মুম্বই থেকে গান্ধীনগর। বন্দে ভারতকেই আপাতত দেশের দ্রুততম ট্রেন হিসাবে দাবি করা হয়। এ ছাড়া, ভারতে তেজস এক্সপ্রেসের সাত জোড়া ট্রেন চলে। ভারতীয় রেলে ট্রেনের অপ্রতুলতা না থাকলেও সময়ানুবর্তিতা নিয়ে যাত্রীদের অভিযোগ দীর্ঘ দিনের। বেশির ভাগ ট্রেনই নির্ধারিত সময় অনুযায়ী যাতায়াত করে না বলে অভিযোগ করেন যাত্রীরা। রেল আধিকারিকদের দাবি, এই সমস্যা মেটাতে ট্রেনের সময়সূচিতে কিছু পরিবর্তন ও নতুন সংযোজন আনা হচ্ছে। ভারতীয় রেল জানিয়েছে, নতুন সময়সূচিতে কোভিড-পর্বের আগের তুলনায় ট্রেনের সময়ানুবর্তিতা ৯ শতাংশ বাড়বে।

Related articles

Gold Silver Price: ফের ঊর্ধ্বমুখি সোনা-রুপোর দাম

সোমবার ২৫ অগাস্ট, ২০২৫ ১ গ্রাম       ১০ গ্রাম পাকা সোনার বাট     ১০০৫০ ₹    ১০০৫০০ ₹ খুচরো পাকা সোনা   ১০১০০...

বৃষ্টির ভ্রূকুটি দক্ষিণে কমলেও রক্ষা নেই উত্তরের

নিম্নচাপের জের খানিকটা কম হওয়ার ইঙ্গিত রবিবার থেকেই মিলেছে। তবে এখনই বর্ষার প্রকোপ কমছে না মৌসুমী অক্ষরেখার জেরে।...

বাগমারির কাছে ভয়াবহ দুর্ঘটনা, পরপর গাড়ি-বাইকে ধাক্কা বেপোরয়া মিনিবাসের

দিনে দুপুরে খাস কলকাতার মনিকতলা ব্রিজের কাছে ভয়াবহ দুর্ঘটনা। বাগমারি এলাকায় বেপরোয়া মিনিবাস ধাক্কা দেয় একটি গাড়ি ও...

জাতীয় দলে ব্রাত্য সুনীল, পাকাপাকিভাবে শেষ আন্তর্জাতিক কেরিয়ার!

কাফা নেশনস কাপের জন্য ঘোষিত হল ভারতীয় ফুটবল দল (Nation Football Team)। গত ১৫ অগাস্ট থেকে নতুন কোচ...
Exit mobile version