Sunday, November 16, 2025

বৃষ্টির ভ্রূকুটি প্রতি মুহূর্তে। ষষ্ঠীর সন্ধে ভাসিয়েছিল বৃষ্টি। কিন্তু সপ্তমীতে সদয় আকাশ। তাই উৎসবের আনন্দ চেটেপুটে উপভোগ করতে বিকেল থেকেই জমজমাট ভিড় কলকাতা থেকে জেলায়। সাবেকি হোক বা থিমপুজো- প্যান্ডেলে প্যান্ডেলে (Pandal) জনজোয়ার।

দক্ষিণের চেতলা অগ্রগামী, সুরুচি থেকে উত্তরের শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, টালা অগ্রণী। মুদিয়ালি, ত্রিধারা সম্মিলনী, ২৫ পল্লি, একডালিয়া এভারগ্রিন, সেলিমপুর, বোসপুকুর শীতলা মন্দির, যোধপুর পার্ক কালচারাল, মুদিয়ালি, হাতিবাগান সর্বজনীনে শুধুই জনজোয়ার।

সুব্রত মুখোপাধ্যায় ছাড়া এই প্রথম পুজো করছে একডালিয়া এভারগ্রিন। ৮০তম বর্ষে তাদের থিম গুজরাতের সরস্বতী মন্দির। মন্ত্রী সুজিত বসুর শ্রীভূমি স্পোর্টিং ক্লাব সব সময় দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। এবার সেখানের ‘ভ্যাটিকান সিটি’ দেখতে উদ্বোধনের পর থেকেই ভিড় উপচে পড়ছে। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে ভিআইপি রোডে যানজট না হওয়ায়, সে দিকে সতর্ক দৃষ্টি রেখেছেন সুজিত। উল্টোডাঙা বা এয়ারপোর্টের দিকে যান চলাচল করছে মোটামুটি মসৃণ ভাবে।

আরও পড়ুন-ফের উপত্যকায় গুলির লড়াই, খতম ২ জ*ঙ্গি

চেতলা অগ্রণীর প্রধান উদ্যোক্তা রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। সপ্তমীর সন্ধেয় ভেড়ে ঠাসা চেতলা অগ্রণীর পুজো মণ্ডপ। পিছিয়ে নেই মন্ত্রী অরূপ বিশ্বাসের সুরুচি সংঘও। সেখানে এ বারের থিম ‘পৃথিবী আবার শান্ত হবে’। সপ্তমীতে ভিড়ে জমজমাট সুরুচি সংঘও।

দক্ষিণ কলকাতার অন্যতম পুজো ত্রিধারা সম্মিলনী। এ বারের থিম ‘দৌড়’। উত্তর কলকাতার টালা প্রত্যয়ে ভিড়ের ধারাবাহিকতা অটুট। সপ্তমীতে ‘ঋতি: দ্য মোশন’ থিম দেখতেও উপচে পড়েছেন দর্শনার্থীরা।

বৃষ্টির আশঙ্কায় চোখ রাঙাচ্ছে প্রতি মুহূর্তে তাই তড়িঘড়ি প্যান্ডেল হপিং সেরে ফেলতে চাইছে উৎসব প্রিয় বাঙালি।

Related articles

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...

শ্যুটিং করতে গিয়ে রক্তাক্ত ছোটপর্দার নায়িকা তিয়াসা, চিন্তায় অনুরাগীরা!

টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ তিয়াসা লেপচা ফের খবরের শিরোনামে। এবার শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি (Tiyasha...

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...
Exit mobile version