Thursday, August 21, 2025

বৃষ্টির ভ্রূকুটি প্রতি মুহূর্তে। ষষ্ঠীর সন্ধে ভাসিয়েছিল বৃষ্টি। কিন্তু সপ্তমীতে সদয় আকাশ। তাই উৎসবের আনন্দ চেটেপুটে উপভোগ করতে বিকেল থেকেই জমজমাট ভিড় কলকাতা থেকে জেলায়। সাবেকি হোক বা থিমপুজো- প্যান্ডেলে প্যান্ডেলে (Pandal) জনজোয়ার।

দক্ষিণের চেতলা অগ্রগামী, সুরুচি থেকে উত্তরের শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, টালা অগ্রণী। মুদিয়ালি, ত্রিধারা সম্মিলনী, ২৫ পল্লি, একডালিয়া এভারগ্রিন, সেলিমপুর, বোসপুকুর শীতলা মন্দির, যোধপুর পার্ক কালচারাল, মুদিয়ালি, হাতিবাগান সর্বজনীনে শুধুই জনজোয়ার।

সুব্রত মুখোপাধ্যায় ছাড়া এই প্রথম পুজো করছে একডালিয়া এভারগ্রিন। ৮০তম বর্ষে তাদের থিম গুজরাতের সরস্বতী মন্দির। মন্ত্রী সুজিত বসুর শ্রীভূমি স্পোর্টিং ক্লাব সব সময় দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। এবার সেখানের ‘ভ্যাটিকান সিটি’ দেখতে উদ্বোধনের পর থেকেই ভিড় উপচে পড়ছে। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে ভিআইপি রোডে যানজট না হওয়ায়, সে দিকে সতর্ক দৃষ্টি রেখেছেন সুজিত। উল্টোডাঙা বা এয়ারপোর্টের দিকে যান চলাচল করছে মোটামুটি মসৃণ ভাবে।

আরও পড়ুন-ফের উপত্যকায় গুলির লড়াই, খতম ২ জ*ঙ্গি

চেতলা অগ্রণীর প্রধান উদ্যোক্তা রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। সপ্তমীর সন্ধেয় ভেড়ে ঠাসা চেতলা অগ্রণীর পুজো মণ্ডপ। পিছিয়ে নেই মন্ত্রী অরূপ বিশ্বাসের সুরুচি সংঘও। সেখানে এ বারের থিম ‘পৃথিবী আবার শান্ত হবে’। সপ্তমীতে ভিড়ে জমজমাট সুরুচি সংঘও।

দক্ষিণ কলকাতার অন্যতম পুজো ত্রিধারা সম্মিলনী। এ বারের থিম ‘দৌড়’। উত্তর কলকাতার টালা প্রত্যয়ে ভিড়ের ধারাবাহিকতা অটুট। সপ্তমীতে ‘ঋতি: দ্য মোশন’ থিম দেখতেও উপচে পড়েছেন দর্শনার্থীরা।

বৃষ্টির আশঙ্কায় চোখ রাঙাচ্ছে প্রতি মুহূর্তে তাই তড়িঘড়ি প্যান্ডেল হপিং সেরে ফেলতে চাইছে উৎসব প্রিয় বাঙালি।

Related articles

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...
Exit mobile version