Tuesday, August 26, 2025

হিন্দু মহাসভার পুজোয় অসুরের বদলে গান্ধীজি! মামলার পর রাতারাতি বদলাল অসুরের চেহারা

Date:

দেবী দুর্গার হাতে ত্রিশূল। নিচে বধ হচ্ছেন মহিষাসুর। কিন্তু এই মহিষাসুর দেখতে অন্যরকম! মাথা জোড়া টাক, পরণে খাটো ধুতি, চোখে চশমা। দেখতে একদম মহাত্মা গান্ধীর মতো। সেই গান্ধিজীই নাকি অসুর! তাঁকেই বধ করছেন দেবী দুর্গা। খাস কলকাতার বুকে এমন দুর্গাপুজো করে তীব্র বিতর্কে জড়িয়েছে হিন্দু মহাসভা (Hindu Mahasabha)।

কলকাতায় (Kolkata) এই বছরই প্রথম বার দুর্গাপুজো করা হচ্ছে হিন্দু মহাসভার তরফে। কসবার রুবি কানেক্টরের কাছে সেই পুজোয় এবার অসুর রূপে দেখা গেল ‘মহাত্মা গান্ধী’কে। রবিবার, সপ্তমীর সন্ধ‌্যা পেরতেই দুর্গাপ্রতিমার বিতর্কিত ছবি সামনে আসে। সোশ্যাল মিডিয়ার (Social Media) দৌলতে তা ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। দেখা যায়, দেবী দুর্গার পায়ের নিচে গান্ধীজি। সেই মূর্তিকেই অসুর হিসেবে বধ করা হচ্ছে। তার চোখে গান্ধীজির প্রতীকী চশমাও।

এই ঘটনায় সপ্তমীর রাতেই টিটাগড় থানায় মামলা দায়ের করা হয় কংগ্রেসের তরফে। তারপর চাপের মুখে সপ্তমীতেই রাতারাতি বদলে দেওয়া হয় অসুরের চেহারা। এসবের পরই অবশ্য নড়েচড়ে বসেন পুজোর আয়োজকরা। দ্রুত গান্ধীজির ওই চেহারা বদলানো হয়। মূর্তিতে গোঁফ ও মাথায় চুল পরিয়ে অসুরের চেহারা দেওয়ার চেষ্টা করেন তাঁরা। খুলে নেওয়া হয় চশমাও। এই পুজোর মূল উদ্যোক্তা হিন্দু মহাসভার কার্যকরী সভাপতি চন্দ্রচূড় গোস্বামী জানিয়েছেন, রাতেই তাঁদের কাছে এই বিষয়ে ফোন এসেছিল। ‘উপর মহল’-এর চাপেই যে অসুরের চেহারা বদলে দেওয়া হয়েছে, তা স্বীকার করে নিয়েছেন তাঁরা।

আরও পড়ুন- ফের বিতর্কে মদন মিত্র, নিষেধাজ্ঞা অমান্য করে মন্দারমণির সমুদ্র সৈকতে গাড়ি চালালেন মদন মিত্র


Related articles

রাজ্য ছাত্র ভোটে বাধাও দেয়নি, হাই কোর্টের শুনানিতে স্পষ্ট অবস্থান জানালেন আইনজীবী কল্যাণ

রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্রভোট করাতে চায় রাজ্য সরকার। ছাত্র সংসদের (Student Union) ভোটে কখনও বাধা দেয়নি রাজ্য।...

বনতারায় কতটা সুরক্ষিত পশুরা: জানতে SIT গঠন সুপ্রিম কোর্টের

বিপদগ্রস্ত পশুদের আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রীর নজর কাড়ার চেষ্টা চালিয়েছিল গুজরাটের বনতারা (Vantara)। এবার প্রশ্ন উঠেছে সেখানে দেশের ও...

কীভাবে দুর্নীতিবাজদের সমর্থন করতে হয় মোদিকে দেখে শিখুন! তীব্র কটাক্ষ তৃণমূলের

দুর্নীতিগ্রস্তদের পাশে বসিয়ে বাংলায় এসে বড় বড় কথা বলে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। দুর্নীতিবাজদের সঙ্গে সর্বক্ষণ...

ট্রাম্পের শুল্কবাণে অস্থিরতা শেয়ার বাজারে! পড়ছে সেনসেক্স-নিফটি

আমেরিকার(USA) ৫০ শতাংশ শুল্ক আরোপের ঠিক একদিন আগেই ধরাশায়ী শেয়ার বাজার(Share Market)। দেশের শেয়ার বাজারে ব্যাপক ধস। দুপুর...
Exit mobile version