Wednesday, November 12, 2025

শাহি র‍্যালির আগেই রাজৌরি জেলায় বন্ধ ইন্টারনেট পরিষেবা

Date:

জম্মু ও কাশ্মীর (Jammu and Kashmir) সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সোমবার রাতে তিনি শ্রীনগরে পৌঁছন। তিনদিন ভূস্বর্গ সফর রয়েছে তাঁর। যোগ দেবেন একাধিক কর্মসূচীতে। এদিকে অমিত শাহের সফরের জন্যই নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে জম্মু ও কাশ্মীরে। এদিকে মঙ্গলবার দুপুরেই রাজৌরিতে জনসভা করার কথা রয়েছে অমিত শাহের। সেকারণেই ইতিমধ্যে ইন্টারনেট পরিষেবা (Internet Service) বন্ধ করে দিয়েছে জম্মু কাশ্মীর প্রশাসন। পাশাপাশি এদিন সকালেই বৈষ্ণদেবী দর্শন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

সোমবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বিমান বন্দরে অভ্যর্থনা জানান, উপ-রাজ্যপাল মনোজ সিনহা, বিজেপির জম্মু ও কাশ্মীরের সভাপতি রবিন্দর রানা, বিজেপি নেতা কবিন্দর গুপ্ত ও অন্য সিনিয়র নেতারা৷ বিমানবন্দর থেকে সোজা রাজভবনে চলে যান। সেখানে জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিশেষ বৈঠক করেন।

যদিও কেন্দ্রীয় সরকারের উদ্যোগে কেন্দ্র করে উপত্যকার দলগুলির মধ্যে মতভেদও দেখা দিয়েছে। ন্যাশনাল কনফারেন্সের (National Conference) এক প্রবীণ নেতা এবং প্রাক্তন বিধায়ক জম্মু ও কাশ্মীরবাসীকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সমাবেশে যোগ দেওয়ার জন্য আবেদন করেছেন। দলের দুই বারের প্রাক্তন বিধায়ক কফিল উর রহমান বলেছেন, ‘সম্প্রদায় আগে। রাজনীতি পরে। আমাদের সকলের উচিত সমাবেশে যোগ দেওয়া এবং আমাদের সম্মিলিত শক্তি প্রদর্শন করা। আজ যদি আমরা এসটি মর্যাদা অর্জন না করি, তবে আমরা কখনই এই সুযোগ পাব না।’

আরও পড়ুন:বিবাহবিচ্ছেদের আগে স্বামীর ঘর ছাড়লে পরে অধিকার দাবি করা যাবে না: সিদ্ধান্ত বম্বে হাইকোর্টের

অন্যদিকে সোমবার সন্ধ্যে থেকে দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানে (Shopian) পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান শুরু হয়েছে ৷ শ্রীনগর থেকে ৫০ কিলোমিটার দূরে সোপিয়ানের আমারবাগ ইমাম সাহিব এলাকায় ওই অভিযান চলে ৷ সেখানে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়েই পুরো এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী (Security Forces) ৷ রাতভর চলে তল্লাশি অভিযান ৷ তবে এখনও কোনও জঙ্গি ধরা পড়ার খবর মেলেনি ৷ এনকাউন্টারেরও খবর পাওয়া যায়নি ৷

Related articles

আর্থিক দুনীতির গুরুতর অভিযোগ, রাজ্য ভলিবল সচিবের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ

নজিরবিহীন কাণ্ড রাজ্য ভলিবলে(Volleyall)। সচিব পল্টু রায়চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কর্তাদের একাংশ। অভিযোগ উঠেছে মঙ্গলবার পল্টুর অনুগামীরা...

ভারতকে সমীহ টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নদের, স্পিন অস্ত্রেই জোর প্রোটিয়াদের

বর্তমানে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন(WTC) দক্ষিণ আফ্রিকা(South Africa)। কিন্তু ভারতে এসে গম্ভীরের দলকে হারানো যে কঠিন বিলক্ষণ জানে প্রোটিয়ারা।ভারতকে...

২০০৯-এ ডিলিমিটেশন হলে ২০০২-এর ভোটার তালিকা ধরে কেন SIR, কমিশনের সিদ্ধান্তে প্রশ্ন কল্যাণের 

নির্বাচন কমিশনের একের পর এক সিদ্ধান্তকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বুধবার...

এশিয়ার প্রথম মহিলা হিসেবে ডি-লিট মমতাকে, জানাল ওকায়ামা বিশ্ববিদ্যালয়

বাংলার মুকুটে গৌরবের পালক। এশিয়ার প্রথম মহিলা হিসেবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) সাম্মানিক ডিলিট দেওয়া হল।...
Exit mobile version