Tuesday, May 20, 2025

বিলুপ্ত হোমিনিন (Hominine) এবং মানব বিবর্তনের জিনোম (Genome) সম্পর্কিত আবিষ্কারের জন্য চলতি বছর অর্থাৎ ২০২২ সালে শারীরবিদ্যা বা ঔষধ বিভাগে নোবেল পুরস্কার (Nobel prize) পেলেন সুইডিশ বিজ্ঞানী সোয়ান্তে পাবো (Svante Paabo)। তিনি, ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট ফর ইভোলিউশনারি অ্যান্থ্রোপলজির ডিরেক্টর। নিয়ান্ডারথালের জিনোমের ক্রম তৈরি করেছেন পাবো। হোমিনিন ডেনিসোভা-র আবিষ্কারের কৃতিত্বও পাবোর। চলতি সপ্তাহ থেকেই এই বছরের নোবেল পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা শুরু হল। প্রথম পুরস্কারটি দেওয়া হল শারীরবিদ্যা বা ঔষধ বিভাগে।

সোমবার নোবেল পুরস্কার কমিটি সাফ জানায়, বিলুপ্ত হোমিনিন এবং মানব বিবর্তনের জিনোম সম্পর্কিত আবিষ্কারের জন্য সোয়ান্তে পাবোকে এই পুরস্কার দেওয়া হয়েছে। কোনও সংক্রমণের মোকাবিলায় আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কীভাবে প্রতিক্রিয়া জানাবে তা প্রভাবিত করে এই প্রাচীন জিন প্রবাহ। পুরস্কার মূল্য হিসাবে সান্তেপাবো পাবেন ১ কোটি সুইডিশ ক্রাউনস (Swidish Crowns)। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৭ কোটি ৩৬ লাখ ৫৩ হাজার ৭০৫ টাকা। সান্তে পাবো সুনে বার্গস্ট্রমের ছেলে, যিনি ১৯৮২ সালে চিকিৎসায় নোবেল পুরস্কার জিতেছিলেন।

চিকিৎসাশাস্ত্রে নোবেল বিজয়ীর নাম ঘোষণার মাধ্যমে এ বছরের নোবেল পুরস্কার ঘোষণার সূচনা হল। মঙ্গলবার পদার্থবিজ্ঞান, বুধবার রসায়ন ও বৃহস্পতিবার সাহিত্যে নোবেল জয়ীদের নাম ঘোষণা করা হবে। নোবেল শান্তি পুরস্কার ঘোষণা হবে আগামী শুক্রবার। ১০ অক্টোবর অর্থনীতিতে বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

১৯০১ সালে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়। সুইডিশ আবিষ্কারক তথা এবং ধনী ব্যবসায়ী আলফ্রেড নোবেলের ইচ্ছাপত্র অনুযায়ী নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়েছিল। মোট পাঁচটি বিষয়ে পুরস্কার প্রদান করা হয়। বিষয়গুলি হল পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসা শাস্ত্র, সাহিত্য এবং শান্তি। নোবেল পুরস্কারকে বিশ্বের সবচেয়ে সম্মানজনক পদক হিসেবে বিবেচনা করা হয়।

Related articles

পাক বিরোধী প্রচারের প্রতিনিধি দলে থাকুন জওয়ানরা, শহিদ-মৃতদের পরিবারও: প্রস্তাব অভিষেকের

পাক বিরোধী প্রচারে বিদেশে পাঠানো প্রতিনিধি দলে থাকুন দেশের অতন্দ্র প্রহরী জওয়ানরা। থাকুন শহিদ ও মৃতদের পরিবারের সদস্যরাও।...

সৌভিক, জ্যোতির্ময়ীদের হাতে উদ্বোধন ক্রীড়া সাংবাদিক ক্লাবের স্পোর্টস মিউজিয়াম

অভিনব উদ্যোগ ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের(CSJC)। শহরের বুকে নয়, এবার জেলাতে স্পোর্টস মিউজিয়াম(Sports Museum)। ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের...

এফডি-তে সুদের হার ফের কমাল এসবিআই!  ক্ষতির মুখে আমানতকারীরা

ফিক্সড ডিপোজিটে (FD) বিনিয়োগকারীদের জন্য বড় ধাক্কা। ফের একবার সুদের হার কমাল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। সর্বশেষ...

সরকারি প্রকল্পে পাঁচ বছরের বেশি সময় ধরে পড়ে থাকা টাকা ফেরত নেওয়ার উদ্যোগ রাজ্যের 

পাঁচ বছর বা তার বেশি সময় ধরে বিভিন্ন সরকারি প্রকল্পের খাতে পড়ে থাকা অব্যবহৃত অর্থ ফেরত নেওয়ার প্রক্রিয়া...
Exit mobile version