Thursday, November 6, 2025

ফিরল আট বছর আগের স্মৃতি! ছন্দার পর আবার এভারেস্টজয়ী মহিলার মৃত্যু হিমালয়ে

Date:

Share post:

ফিরল আট বছর আগের স্মৃতি। বাংলার ছন্দা গায়েনের পর এবার হিমালয়ে দুর্ঘটনায় মৃত্যু হল দ্বিতীয় এভারেস্ট জয়ী মহিলা পর্বতারোহী উত্তরাখণ্ডের সবিতা ভারতের কাঁসওয়ালের। তাঁর সঙ্গেই তুষারধসে প্রাণ হারিয়েছেন আরও এক মহিলা প্রশিক্ষক নাউমি।

গত মে মাসে মাত্র ১৫ দিনের ব্যবধানে পরপর দুটি পর্বতশৃঙ্গ জয় করেন সবিতা। মাউন্ট এভারেস্টের পর মাকালু শৃঙ্গও জয় করেছিলেন তিনি। দুটি শৃঙ্গেরই উচ্চতা আট হাজার মিটারের বেশি। ‘নেহরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং’ (নিম)-এ স্থায়ী ভাবে প্রশিক্ষকের চাকরিতে যোগ দিয়েছিলেন উত্তরাখণ্ডের লোনথ্রু গ্রামের বাসিন্দা সবিতা।এ বার উত্তরাখণ্ডের গঢ়ওয়াল হিমালয়ের ‘দ্রৌপদী কা ডান্ডা-২’ অভিযানে গিয়েছিলেন সবিতা সহ একটি ৪১ জনের দল। গঢ়ওয়াল হিমালয়ের ‘দ্রৌপদী কা ডান্ডা-২’ শৃঙ্গের উচ্চতা ৫,৬৭০ মিটার। ওই অঞ্চল দুর্ঘটনাপ্রবণ হিসাবেও পরিচিত। অনুমান করা হচ্ছে পাহাড়ের ঢালে জমা তুষারে স্তূপ হঠাৎ ধসে গিয়েই প্রাণ কেড়েছে সবিতাদের। ওই দলের শিক্ষার্থীদের মধ্যে ছিলেন বাংলার তিন জন। তাঁরা-সহ মোট ২৫ জন শিক্ষার্থী এখনও নিখোঁজ বলে উত্তরাখণ্ড প্রশাসন সূত্রে জানা গিয়েছে। উদ্ধার করা হয়েছে সবিতা-সহ চার জনের দেহ।

বুধবার উদ্ধারকারী দলের সদস্যেরা আরও অন্তত ছ’টি দেহের সন্ধান পেয়েছেন বলে উত্তরাখণ্ড সরকারের একটি সূত্র জানিয়েছে। কিন্তু দুর্গমতা এবং প্রতিকূল আবহাওয়ার কারণে দেহগুলি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।

আরও পড়ুন- পাখির চোখ প্রধানমন্ত্রীর গদি! দলের নাম বদলালেন KCR


spot_img

Related articles

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় গাইতেই হবে রাজ্য সঙ্গীত: জারি নির্দেশিকা

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় বাধ্যতামূলক করা হল রাজ্য সঙ্গীত। বৃহস্পতিবার প্রকাশিত মধ্যশিক্ষা পর্ষদের এক নির্দেশিকায় জানানো হয়েছে,...

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...

বিমানবন্দর থেকে ‘পলাতক’ বাঁদর, তুলকালাম নেটপাড়া

অবাক কাণ্ড! কলকাতা বিমানবন্দরে থাই এয়ারওয়েজের এক যাত্রীর ব্যাগ খুলতেই বেরিয়ে এল দুটি ছোট বাঁদর। কিন্তু আশ্চর্যের বিষয়...

জামিন পেলেন না জীবনকৃষ্ণ, জেল হেফাজত ১৮ নভেম্বর পর্যন্ত

নিয়োগ মামলায় অভিযুক্ত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার জামিনের আবেদন খারিজ করল বিশেষ ইডি আদালত। বৃহস্পতিবার বিচার ভবনে শুনানি...