হরিয়ানায় রাবণ দহনে দুর্ঘটনা, আহত অনেকে

রাবণ দহনের অনুষ্ঠানে দুর্ঘটনা। হরিয়ানার (Hariyana) যমুনানগরে রাবণের বিশাল জ্বলন্ত কাঠামো উল্টে পড়ে আহত অনেকে। এবার রাবণ দহনের এই অনুষ্ঠানে বহু মানুষ ভিড় করেন। বিশাল কুশপুতুলটিতে প্রচুর বাজি আটকানো ছিল। তার চারপাশে ভিড় জামান সবাই। প্রথমত রাবণের (Ravana) কুশপুতুলে আগুন ধরানো হয়। প্রচন্ড শব্দে বাজি ফুটতে শুরু করে। আচমকা জ্বলন্ত রাবণের বিশাল পুতুলটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়। আতঙ্কে সবাই ছোটাছুটি শুরু করে দেন। অনেকেই জখম হয়েছেন।

কথিত আছে এই দিনেই রাবণকে বধ করেছিলেন রামচন্দ্র। সেই বিজয়কে উদযাপন করতে প্রতিবছরই অশুভ শক্তির বিনাশে রাবণ দহন করা হয়। কবিদের কারণে গত দুবছর এই অনুষ্ঠান ঠিকভাবে পালন করা যায়নি। সে কারণে এবছর ভিড় ছিল কিছুটা বেশি। কিন্তু উৎসব মুহূর্তে পরিণত হয় আতঙ্কে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন- ফিরল আট বছর আগের স্মৃতি! ছন্দার পর আবার এভারেস্টজয়ী মহিলার মৃত্যু হিমালয়ে


Previous articleফিরল আট বছর আগের স্মৃতি! ছন্দার পর আবার এভারেস্টজয়ী মহিলার মৃত্যু হিমালয়ে
Next articleমাল নদীতে প্রতিমা বিসর্জনে ভয়াবহ দুর্ঘটনা: হড়পা বানে মৃত্যু, নিখোঁজ অনেকে