উত্তরাখণ্ডের গাড়োয়াল হিমালয়ের ‘দ্রৌপদী কা ডান্ডা-২’ শিখরের অদূরে মঙ্গলবারের তুষারধসে মৃত আরও পাঁচ পর্বতারোহীর দেহ উদ্ধার করা হল বৃহস্পতিবার। এ পর্যন্ত মোট ন’জনের দেহ উদ্ধার করা হল সেখানে। উত্তরকাশীর পর্বতারোহণ প্রশিক্ষণকেন্দ্র ‘নেহরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং’ (নিম)-এর তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত তাদের পর্বতারোহী দলের ২২ জন নিখোঁজ। মঙ্গলবার উত্তরাখণ্ডের গাড়োয়াল অঞ্চলের এই তুষারধস হয়।

এই ঘটনায় মোট ৩৯ জন আটকে পড়ে। এখনও পর্যন্ত তাঁদের মধ্যে থেকে আট জনকে উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে, স্থানীয় একটি ট্রেকিং স্কুল থেকে মোট ৩৯ জন ডান্ডা-টু পর্বতে ট্রেক করতে গিয়েছিলেন। তাঁদের মধ্যে ৩৩ জন শিক্ষানবীশ।

সমতল থেকে প্রায় পাঁচ হাজারের বেশি উচু দ্রৌপদী কা ডান্ডা নামের এই পর্বত। একযোগে তল্লাশি চালাচ্ছে ভারতীয় সেনা এবং জাতীয় ও রাজ্যস্তরের বিপর্যয় মোকাবিলা দল।
উদ্ধারকারী দলের সদস্যেরা আরও কয়েকটি দেহের সন্ধান পেয়েছেন বলে উত্তরাখণ্ড সরকারের একটি সূত্র জানিয়েছে। কিন্তু দুর্গমতা এবং প্রতিকূল আবহাওয়ার কারণে দেহগুলি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।
