গ্রিসে নৌকাডুবিতে ১৫ শরণার্থীর মৃত্যু, নিখোঁজ কমপক্ষে ২০

মধ্য এজিয়ান সাগরের গ্রিক দ্বীপ লেসবস উপকূলে আদিবাসীদের নিয়ে ওই নৌকা ডুবে গেলে প্রাণহানির এই ঘটনা ঘটে। গ্রিসের কোস্টগার্ড এমনই তথ্য জানিয়েছে

গ্রিস উপকূলে মর্মান্তিক দুর্ঘটনা। বৃহস্পতিবার ভোরে নৌকাডুবিতে অন্তত ১৫ শরণার্থীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় নিখোঁজ কমপক্ষে ২০ জন। মধ্য এজিয়ান সাগরের গ্রিক দ্বীপ লেসবস উপকূলে আদিবাসীদের নিয়ে ওই নৌকা ডুবে গেলে প্রাণহানির এই ঘটনা ঘটে। গ্রিসের কোস্টগার্ড এমনই তথ্য জানিয়েছে।

জানা গিয়েছে, ডুবে যাওয়া নৌকাটিতে প্রায় ৪০ জন আরোহী ছিলেন। তবে এখনও পর্যন্ত মাত্র ৫ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে গ্রিসের কোস্টগার্ড। এ পর্যন্ত ১৫টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনও প্রায় ২০ জন নিখোঁজ রয়েছেন। তুরস্কের উপকূলের কাছে অবস্থিত লেসবস দ্বীপের পূর্বদিকে নৌকাটি ডুবে যায়।

আরও পড়ুন:উৎসবের মরশুমে বাসের রেষারেষিতে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৯, আহত ৩৫

Previous articleউৎসবের মরশুমে বাসের রেষারেষিতে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৯, আহত ৩৫
Next articleAlexa: প্রযুক্তির কেরামতিতে প্রেমিকের পরকীয়া ধরল প্রেমিকা !