Wednesday, November 12, 2025

তিনি একদিকে যেমন অভিনেতা (Actor), ঠিক তেমনই তিনি আবার পাঞ্জাবের গুরুদাসপুরের (Punjab Gurudaspur) বিজেপি সাংসদও (BJP MP) বটে। আর তিনিই নাকি নিখোঁজ (Missing)। বর্তমানে এমন পোস্টারে (Poster) ছয়লাপ পাঠানকোট (Pathakot) সহ পাঞ্জাবের (Punjab) একাধিক এলাকা। সানি দেওল ‘নিরুদ্দেশ’ (Sunny Deol Missing)। তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বাড়ির দেওয়াল, রেল স্টেশন, গাড়ি সব জায়গায় সাঁটানো হয়েছে নিখোঁজ পোস্টার। পোস্টারে বড় হরফে লেখা ‘গুমশুদা কি তলাশ’ (নিখোঁজের সন্ধান)।

স্থানীয়দের অভিযোগ, গুরুদাসপুরের সাংসদ হওয়ার পর থেকে সাধারণ মানুষের ভালো-মন্দের খবর নেওয়া তো দূর এলাকায় একবার পা রাখেননি তিনি। নিজের লোকসভা কেন্দ্রের কোনও প্রয়োজনেই তাঁকে পাওয়া যায়নি। আর সেকারণেই এলাকাবাসীদের কাছে তিনি ‘নিরুদ্দেশ’। বিক্ষুব্ধ স্থানীয়রা আরও জানান, সানি নিজেকে পাঞ্জাবের ছেলে বলে দাবি করেন কিন্তু তিনি এলাকায় কোনও উন্নয়নই (Development) করেননি। পাশাপাশি সাংসদ তহবিল (MP Lad) বা কেন্দ্রীয় সরকারের সবরকম প্রকল্পের সুযোগসুবিধা থেকেও বঞ্চিত হয়েছেন তাঁরা।

২০১৯ সালে গুরদাসপুর (Gurdaspur) লোকসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জিতেছিলেন সানি। অভিনেতা ইমেজকে কাজে লাগিয়ে সহজেই নির্বাচনে জয়লাভ করেছিলেন। তবে স্থানীয়দের অভিযোগ, তারপর থেকে কোনওদিনই এলাকায় আসেননি তিনি। আর সেই কারণেই তাঁদের দাবি, কোনও কাজ না করলে ইস্তফা দিন অভিনেতা-সাংসদ সানি। তবে এই প্রথমবার নয়, এর আগেও একাধিকবার সাংসদ হিসেবে জনগণের অসন্তোষ (Dissatisfaction) কুড়িয়েছেন ধর্মেন্দ্রপুত্র। তবে নিজের এলাকায় তাঁর এ্মন উদাসীনতা মেনে নিতে পারছেন না স্থানীয়রা। সেই কারণেই পোস্টার ছাপিয়ে প্রতিবাদে নেমেছেন তাঁরা।

Related articles

ভারতীয় শিবির ছাড়লেন তারকা অল-রাউন্ডার, ব্যাটিং গভীরতা বৃদ্ধিতে জোর

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট শুরুর দুই দিন আগে ব্যাটিং গভীরতা বৃদ্ধির মহড়ার ভারতের।বুধবার দুপুরে অনুশীলন ছিল ভারতের।...

আগামী বছর জাপানে যাবেন: ডিলিট সম্মান প্রদান অনুষ্ঠানে বাংলা-জাপান সুসম্পর্কের কথা তুলে ধরে জানালেন মুখ্যমন্ত্রী

আগামী বছর জাপানে যাবেন। বুধবার, ধনধান্য স্টেডিয়ামে জাপানের (Japan) ওকায়ামা বিশ্ববিদ্যালয়ের (Okayama University) তরফে সাম্মানিক ডিলিট প্রদান অনুষ্ঠানে...

ইউনুসের আমলে ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট বাংলাদেশের! দেশে ফেরা নিয়ে কী বললেন হাসিনা

ফের বাংলাদেশের ইউনুস সরকারের বিরুদ্ধে মুখ খুললেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখনও ভারতেই রয়েছেন তিনি। নিজের দেশ, বাংলাদেশে...

দেশে প্রথমবার সেমিস্টার পদ্ধতিতে ফাজিল! ফলপ্রকাশের পরে সফল পরীক্ষার্থীদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

দেশের মধ্যে পশ্চিমবঙ্গে প্রথম মাদ্রাসার দ্বাদশ শ্রেণির পরীক্ষা হয়েছে সেমেস্টার পদ্ধতিতে। উচ্চ মাধ্যমিকের মতো মাদ্রাসার ফাজিল ২০২৬-এর পরীক্ষা...
Exit mobile version