বুমরাহ-এর পরিবর্তে কে? ইঙ্গিত দিলেন বোর্ড কর্তা

টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে শামিকে যোগ দিতে হলে অবশ্য আগে ফিট হওয়ার শংসাপত্র পেতে হবে।

চোটের কারণে টি-২০ বিশ্বকাপে নেই যশপ্রীত বুমরাহ। বুমরাহের পরিবর্তে দলে কে আসবেন তা নিয়ে চলছে জল্পনা। অনেকে বলছেন বুমরাহের পরিবর্তে দলে আসতে পারেন দীপক চাহার, আবার অনেকে এগিয়ে রাখছেন মহম্মদ শামিকে। এবার এই নিয়ে ইঙ্গিত দিলেন বোর্ডের এক কর্তা। বোর্ড কাকে নিয়ে ভাবছে, সেই ইঙ্গিত দিলেন তিনি।

এদিন এক সর্বভারতীয় সংবাদসংস্থাকে বোর্ডের সেই কর্তা বলেন,” সব ঠিকঠাক থাকলে অস্ট্রেলিয়ার বিমান ধরার ব্যাপারে এগিয়ে মহম্মদ শামিই। নতুন করে চোট পাওয়ায় হঠাৎই পিছিয়ে গিয়েছেন চাহার। চাহারের চোট গুরুতর না হলেও, অস্ট্রেলিয়ার মাটিতে এবং ভারতের জার্সিতে দীর্ঘদিন খেলার অভিজ্ঞতার কারণে শামিই এগিয়ে থাকবেন।”

টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে শামিকে যোগ দিতে হলে অবশ্য আগে ফিট হওয়ার শংসাপত্র পেতে হবে। সেই শংসাপত্র তিনি পাবেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি থেকে। করোনার কারণে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা টি-২০ সিরিজে খেলতে পারেননি শামি। তবে করোনামুক্ত হওয়ার পর কিছুদিন আগেই শামিকে নতুন উদ্যমে অনুশীলনে নেমে পড়তে দেখা গিয়েছে তাকে।

আরও পড়ুন:কেরালার কাছে হারের পর কী বললেন লাল-হলুদ কোচ?

Previous articleআজ শুক্লা চতুর্দশীতে ‌তারা মায়ের আবির্ভাব দিবস, মাকে বসানো হয় পশ্চিম দিকে মুখ করে !
Next articleসায়গলকে দিল্লি নিয়ে যেতে ‘গলদঘর্ম’ ইডি, সোমবার হাইকোর্টের দ্বারস্থ হওয়ার সম্ভাবনা