ভারতীয় দলে অভিষেক হল শাহবাজ আহমেদের

ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে দুরন্ত পারফর্ম্যান্সের পুরস্কার পেলেন বাংলার শাহবাজ আহমেদ। ভারতীয় দলে অভিষেক হল বাংলার শাহবাজের। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে ইন্ডিয়া ক্যাপ হাতে পেলেন তরুণ এই অল-রাউন্ডার। শাহবাজের হাতে টুপি তুলে দিলেন অধিনায়ক শিখর ধাওয়ান।

প্রথমে ওয়াশিংটন সুন্দরের পরিবর্ত হিসেবে জিম্বাবোয়ে সফরের ভারতীয় দলে জায়গা পেয়েছিলেন শাহবাজ। তবে তখন মাঠে নামার সুযোগ পাননি তিনি। এবার রোহিত শর্মা-বিরাট কোহলিদের অনুপস্থিতিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজের ভারতীয় স্কোয়াডে জায়গা পান শাহবাজ। যদিও লখনউের প্রথম ম্যাচের প্রথম একাদশে সুযোগ পাননি। আর এবার রাঁচিতে অপেক্ষার অবসান হল। তাঁর হাতে ইন্ডিয়া ক্যাপ তুলে দেন ধাওয়ান।

ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ দিন ধরেই ছন্দে রয়েছেন শাহবাজ। রঞ্জিতে ব্যাটে, বলে বাংলার ভরসা ছিলেন তিনি। আইপিএলেও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়েও নিয়মিত সুযোগ পেয়েছেন তিনি। নির্বাচকদের নজর কেড়ে নিয়েছেন বাংলার এই ক্রিকেটার। বাংলার হয়ে রঞ্জিতে শতরান করেছেন, এক ইনিংসে পাঁচ উইকেটও নিয়েছেন। নিয়মিত ব্যাটে, বলে সফল হয়েছেন শাহবাজ। সেই সাফল্যের অবশেষে দাম পেলেন তিনি।

আরও পড়ুন:বাবা হলেন নাদাল,পুত্রসন্তানের জন্ম দিলেন তাঁর স্ত্রী

Previous articleধর্মান্তরিতদের তপশিলি জাতির মর্যাদা! প্রাক্তন বিচারপতি নেতৃত্বে কমিশন গঠন কেন্দ্রের
Next articleযোগীরাজ্যে অতিবৃষ্টির জেরে আত্মঘাতী কৃষক