Saturday, August 23, 2025

কল্যাণী AIIMS নিয়োগ দুর্নীতি মামলায় বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানাকে ভবানীভবনে তলব করল সিআইডি। এইমসে বিধায়কের মেয়ে মৈত্রী দানার নিয়োগে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ উঠেছিল। এই মামলা নিয়ে গত কয়েকমাস ধরে তদন্ত চলছে। এরপর থেকেই বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা (Niladri Sekhar Dana) ও তাঁর মেয়ে মৈত্রীকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। এতদিন বিজেপি বিধায়কের বাড়ি গিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল সিআইডি । আজ সকাল ১১টায় তাঁকে ভবানী ভবনে ডাকা হয়েছে।

আরও পড়ুন: কল্যাণী এইমসে নিয়োগ দুর্নীতি মামলায় বিপাকে বিজেপি বিধায়ক, রক্ষাকবচ দিল না হাইকোর্টে

গত ১ এপ্রিল কল্যাণী এইমসের নার্সিং কলেজে ডেটা এন্ট্রির চাকরি পেয়েছেন বিজেপি বিধায়কের মেয়ে মৈত্রী দানা। মাস কয়েক আগে অপর এক বিজেপি বিধায়কের অভিযোগের ভিত্তিতে এই দুর্নীতি প্রকাশ্যে আসে। অভিযোগ, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বাঁকুড়ার বিজেপি সাংসদ সুভাষ সরকারের সুপারিশের ভিত্তিতে নিয়োগ করা হয়েছে বিধায়ক নীলাদ্রিশেখর দানার মেয়ে মৈত্রীকে। শুধু তাই নয় , এই মামলায় প্রশ্ন উঠেছে আর বিধায়ক বঙ্কিম ঘোষের পুত্রবধূ অনসুয়া ঘোষের নিয়োগ নিয়েও। তাঁকেও আগে তলব করা হয়েছে।

নিয়োগ দুর্নীতি নিয়ে কল্যাণী থানায় চার বিজেপি নেতার নামে এফআইআর দায়ের করা হয়েছিল। কেন্দ্রীয় সরকারের অধীন এই হাসপাতালে নেতারা তাঁদের আত্মীয়দের চাকরির সুযোগ করে দিয়েছেন বলেই অভিযোগ ছিল। এই অভিযোগের ভিত্তিতে সে সময় মৈত্রীকে তলব করে সিআইডি। কিন্তু মৈত্রী হাজিরা না দিয়ে তদন্তকারীদের কাছ থেকে সময় চেয়ে নেন। পরে সিআইডির তদন্তকারীরা নীলাদ্রিশেখরের বাঁকুড়ার কানকাটার বাড়িতে গিয়ে মৈত্রীকে জিজ্ঞাসাবাদ করে।

এবার তাঁকে ভবানী ভবনে ডেকে পাঠাল সিআইডি। এর আগে উত্তর ২৪ পরগনার চাকদহের বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের পুত্রবধূকেও একই মামলায় জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী আধিকারীকরা।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version