Sunday, August 24, 2025

এবার ডাক্তারি পড়ানো হবে হিন্দিতে, নতুন মেডিকেল বই উদ্বোধন করবেন অমিত শাহ

Date:

ইংরেজি নয় এবার হিন্দিতে(Hindi) লেখা হচ্ছে ডাক্তারি পড়ুয়াদের(medical students) জন্য বই। দেশের মধ্যে প্রথমবার এমনই উদ্যোগ নিল মধ্যপ্রদেশ সরকার। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী(CM) শিবরাজ সিং চৌহান(Shivraj Singh Chauhan) জানিয়েছেন, প্রথম বর্ষের ডাক্তারি পড়ুয়াদের জন্য হিন্দিতে লেখা এই বই প্রকাশ করবেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)। সরকারি কাজে হিন্দি ভাষাকে প্রাধান্য দেওয়ার প্রস্তাব দিয়েছে কেন্দ্রীয় সরকার। এরই মাঝে রাজ্যের ডাক্তারি পড়ুয়াদের জন্য এমনই উদ্যোগ নিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।

সম্প্রতি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী জানান, “এই সিদ্ধান্তের ফলে এমন ধারণা আমূল বদলে যেতে চলেছে যে হিন্দিতে ডাক্তারি কিংবা ইঞ্জিনিয়ারিং পড়া সম্ভব নয়। হিন্দি মাধ্যমে শিক্ষালাভ করেও যে জীবনে এগিয়ে যাওয়া যায়, তা প্রমাণ করতেই নতুন এই পদক্ষেপ করলাম আমরা।” আগামী ১৬ অক্টোবর এই বই প্রকাশ করবেন অমিত শাহ। শুধু ডাক্তারই নয় ইঞ্জিনিয়ারিং ও অন্যান্য কারিগরি শিক্ষার বইও হিন্দিতে লেখা হচ্ছে এবং দ্রুত তা বাজারজাত করা হবে বলে জানিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, অতীতেও একাধিকবার দেশের প্রধান ভাষা হিসেবে হিন্দিকে প্রাধান্য দেওয়ার পক্ষে সওয়াল করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরই মাঝে সরকারি ক্ষেত্রে কাজের ভাষা হিন্দি করার দাবিতে কেন্দ্রে তরফে যে প্রস্তাব পেশ করা হয় তা নিয়ে দেশজুড়ে বিতর্ক সৃষ্টি হয়। কেন্দ্রের এহেন হিন্দি আগ্রাসনের বিরুদ্ধে সবচেয়ে বেশি সরব দেখা গিয়েছে দক্ষিণের রাজ্য গুলিকে। বিরোধীদের তরফেও এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করা হয়। এরই মাঝে মধ্যপ্রদেশের হিন্দিতে ডাক্তারি বই প্রকাশের সিদ্ধান্তে কার্যত স্পষ্ট হয়ে গেল হিন্দি ভাষার গুরুত্ব আরো বাড়ানোর লক্ষ্যে কোমর বাড়ছে বিজেপি সরকার।

Related articles

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...
Exit mobile version