Breakfast Sportts: ব্রেকফাস্ট স্পোর্টস

১) সোমবার আইএসএলে প্রথম ম্যাচ খেলতে নেমেছিল এটিকে মোহনবাগান। প্রথম ম‍্যাচেই চেন্নাইয়ান এফসির কাছে ১-২ গোলে হারের মুখ দেখল বাগান ব্রিগেড।

২) মোহনবাগানে বর্তমান কর্তা এবং প্রাক্তন কর্তার বিবৃতির পাল্টা বিবৃতির লড়াই। সোমবার যেন সেই ছবি দেখন কলকাতা ময়দান। বলা ভালো বাগান সচিব দেবাশিস দত্তের পাল্টা দিলেন সৃঞ্জয় বোস।

৩) আইসিসির সেপ্টেম্বর মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার পেলেন ভারতের মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর। সোমবার এমনটাই জানান হল আইসিসির তরফ থেকে। পুরুষ বিভাগে এই পুরস্কার পেলেন পাকিস্তানের ক্রিকেটার মহম্মদ রিজওয়ান।

৪) প্রথম প্রস্তুতি ম‍্যাচে জয় ভারতের। প্রতিপক্ষ ওয়াকায় ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে । প্রথম প্রস্তুতি ম্যাচ খেললেন রোহিত শর্মারা। আর প্রথম ম্যাচেই ১৩ রানে জিতল ভারত।এই ম‍্যাচে খেলেননি বিরাট কোহলি।

৫) এশিয়া কাপের শেষ লিগ ম‍্যাচে দুরন্ত পেল ভারতের মহিলা দল । সোমবার নিয়মরক্ষার ম্যাচে থাইল্যান্ডকে উড়িয়ে দিল স্মৃতি মান্ধানার। থাইল্যান্ডের বিরুদ্ধে ৯ উইকেটে জিতল ভারতের প্রমিলা ব্রিগেড। তিন উইকেট নিয়ে ম‍্যাচের সেরা স্নেহ রানা।

আরও পড়ুন:Today market price : আজকের বাজারদর

 

Previous articleসায়গলকে দিল্লি নিয়ে যেতে চেয়ে হাইকোর্টে ইডি, আজ মামলার শুনানি
Next articleপরিকল্পনা করেই খু*ন! বিয়ের কথা বলতে অয়নকে দশমীর রাতে ডেকেছিল বান্ধবীর মা