Saturday, November 15, 2025

স্বদেশী পণ্যে জোর দিতে আমদানি ক্ষেত্রে কড়া নিয়ম আনতে চলেছে মোদি সরকার

Date:

স্বদেশী পণ্যে জোর দিতে আত্মনির্ভর ভারতের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী(Prime Minister)। আর সেই পথে হেঁটে বিদেশি পণ্য আমদানির(Import) ক্ষেত্রে কঠোর হতে চলেছে ভারত সরকার(Indian Govt)। ভারতের ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি সূত্রে জানানো হয়েছে, বিদেশি খাদ্য উৎপাদন সংস্থা যারা এদেশে খাদ্য পাঠায়, এদের মধ্যে যারা দুধ এবং মাংসের পণ্য রফতানি করতে চায়, তাদেরকে এবার থেকে কেন্দ্রের কাছে রেজিস্টার করতে হবে নিজের সংস্থাকে। নয়া নিয়মটি ১ ফেব্রুয়ারি ২০২৩ থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে। ভারতে মাংস, দুধ এবং শিশুদের খাদ্যের মতো পণ্য রফতানি করতে হলে বিদেশি খাদ্য উৎপাদন সংস্থাদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে।

বিদেশ থেকে আসা পণ্যগুলির মধ্যে রয়েছে পোল্ট্রি, মাছ, ডিম, শিশু খাদ্য। কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল সোমবার দেশের সমস্ত বিভিন্ন গুণমান নির্ণায়ক সংস্থাগুলির একত্রিতকরণের কথাও বলেন। এও বলা হয় ভারতে আসা পণ্যগুলিকে অবশ্যই আন্তর্জাতিক মানের মান পূরণ করতে হবে৷ এর ফলে ‘ব্র্যান্ড ইন্ডিয়া’ তৈরিতে সহায়তা করবে এই নিয়ম৷ কোয়ালিটি কাউন্সিল অফ ইন্ডিয়ার একটি অনুষ্ঠানে এসে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, বিআইএস, রেল বা প্রতিরক্ষা ক্ষেত্রগুলিকে এই নিয়মের আওতায় আনার চেষ্টা করা হবে৷ FSSAI রফতানিকারক দেশগুলির উপযুক্ত কর্তৃপক্ষকে নির্মাতাদের তালিকা এবং যারা এই খাদ্য পণ্যগুলি ভারতে রফতানি করতে চায় তাদের তালিকা সরবরাহ করার জন্য অনুরোধ করেছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে, FSSAI তার পোর্টালে এই সুবিধাগুলি রেজিস্টার  করবে।

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version