Sunday, November 16, 2025

স্বদেশী পণ্যে জোর দিতে আমদানি ক্ষেত্রে কড়া নিয়ম আনতে চলেছে মোদি সরকার

Date:

স্বদেশী পণ্যে জোর দিতে আত্মনির্ভর ভারতের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী(Prime Minister)। আর সেই পথে হেঁটে বিদেশি পণ্য আমদানির(Import) ক্ষেত্রে কঠোর হতে চলেছে ভারত সরকার(Indian Govt)। ভারতের ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি সূত্রে জানানো হয়েছে, বিদেশি খাদ্য উৎপাদন সংস্থা যারা এদেশে খাদ্য পাঠায়, এদের মধ্যে যারা দুধ এবং মাংসের পণ্য রফতানি করতে চায়, তাদেরকে এবার থেকে কেন্দ্রের কাছে রেজিস্টার করতে হবে নিজের সংস্থাকে। নয়া নিয়মটি ১ ফেব্রুয়ারি ২০২৩ থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে। ভারতে মাংস, দুধ এবং শিশুদের খাদ্যের মতো পণ্য রফতানি করতে হলে বিদেশি খাদ্য উৎপাদন সংস্থাদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে।

বিদেশ থেকে আসা পণ্যগুলির মধ্যে রয়েছে পোল্ট্রি, মাছ, ডিম, শিশু খাদ্য। কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল সোমবার দেশের সমস্ত বিভিন্ন গুণমান নির্ণায়ক সংস্থাগুলির একত্রিতকরণের কথাও বলেন। এও বলা হয় ভারতে আসা পণ্যগুলিকে অবশ্যই আন্তর্জাতিক মানের মান পূরণ করতে হবে৷ এর ফলে ‘ব্র্যান্ড ইন্ডিয়া’ তৈরিতে সহায়তা করবে এই নিয়ম৷ কোয়ালিটি কাউন্সিল অফ ইন্ডিয়ার একটি অনুষ্ঠানে এসে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, বিআইএস, রেল বা প্রতিরক্ষা ক্ষেত্রগুলিকে এই নিয়মের আওতায় আনার চেষ্টা করা হবে৷ FSSAI রফতানিকারক দেশগুলির উপযুক্ত কর্তৃপক্ষকে নির্মাতাদের তালিকা এবং যারা এই খাদ্য পণ্যগুলি ভারতে রফতানি করতে চায় তাদের তালিকা সরবরাহ করার জন্য অনুরোধ করেছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে, FSSAI তার পোর্টালে এই সুবিধাগুলি রেজিস্টার  করবে।

Related articles

ফের মেট্রো বিভ্রাট, ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত আংশিক ব্যাহত পরিষেবা!

রবিবাসরীয় সকালেও মেট্রো ভোগান্তি (Metro Service Interrupted)। সিগন্যালিং রক্ষণাবেক্ষণের কাজের জেরে এদিন প্রথম মেট্রো থেকেই ব্যাহত হয় পরিষেবা।...

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, আগামী সপ্তাহের গোড়াতেই ঊর্ধ্বমুখী পারদ

সকালে শীতের (Winter) অনুভূতি বেলা বাড়লে হালকা গরম, কার্তিক মাসের শেষ লগ্নে এভাবেই হিমেল আবহাওয়া উপভোগ করছে বঙ্গবাসী।...

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...

শ্যুটিং করতে গিয়ে রক্তাক্ত ছোটপর্দার নায়িকা তিয়াসা, চিন্তায় অনুরাগীরা!

টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ তিয়াসা লেপচা ফের খবরের শিরোনামে। এবার শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি (Tiyasha...
Exit mobile version