Saturday, August 23, 2025

আজ জাতীয় গেমস ফুটবলের ফাইনালে নামছে বাংলা। প্রতিপক্ষ কেরল। সন্তোষ ট্রফির ফাইনালে এই কেরলের কাছে হেরে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন চূর্ণ হয়েছিল বাংলার। মঙ্গলবার যেন তারই প্রতিশোধ নেওয়ার পালা।

রবিবার সেমিফাইনালে সার্ভিসেসকে ১-০ গোলে হারান অমিত টুডুরা। কিন্তু জাতীয় গেমসের ফুটবলে ফাইনালে উঠলে চিন্তায় ছিল বাংলা শিবিরে। একমাত্র গোল করে সেমিফাইনালে জয়ের নায়ক সুরজিৎ চোট পান গুরুতর। স্টেডিয়াম থেকেই তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালেও। তবে সুরজিতের চোট গুরুতর নয় বলেই জানা গিয়েছে। জানা যাচ্ছে সোমবার সন্ধ্যায় দলের সঙ্গে অনুশীলনও করেছেন তিনি। এই নিয়ে বাংলার কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য বলেন, “সুরজিতের কোনও সমস্যা নেই। চিকিৎসকরা ওকে খেলার অনুমতিও দিয়েছেন।”

কয়েক মাস আগেই সন্তোষ ট্রফির ফাইনালে কেরলের কাছে হেরেছে বাংলা। আবার সামনে কেরল। যদিও এই নিয়ে গুরুত্ব দিচ্ছেন না বিশ্বজিৎ। তিনি বলেন, “প্রতিপক্ষকে নিয়ে ভাবছি না। ওদের খেলা দেখার সুযোগ সে ভাবে পাইনি। বাংলা জেতার জন্যই সব সময় মাঠে নামে। দলে অভিজ্ঞ স্ট্রাইকাররা রয়েছে। কলকাতা লিগে নিজেদের প্রমাণ করেই বাংলা দলে জায়গা করে নিয়েছে। চ্যাম্পিয়ন হওয়া ছাড়া অন্য কিছুই ভাবতে চাই না এই মুহূর্তে।”

এবার শুরু থেকেই জাতীয় গেমসে দুরন্ত ছন্দে বাংলা দল। বিশ্বজিৎ ভট্টাচার্যের কোচিংয়ে শুরু থেকেই দাপট দেখাচ্ছে বাংলা। প্রথম ম্যাচে পাঞ্জাবকে ২-১ গোল‌ে হারান সুরজিৎ হাঁসদারা। দ্বিতীয় ম্যাচে ৩-১ গোলে জয় পায় গুজরাতের বিরুদ্ধে। কর্নাটকের বিরুদ্ধে একই ফলে হারিয়ে গ্রুপ পর্বে জয়ের হ্যাটট্রিক করে শেষ চারে যোগ্যতা অর্জন করে বাংলা।

আরও পড়ুন:চেন্নাইয়ান এফসির কাছে হারের পর কী বললেন বাগান কোচ?

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version