Wednesday, November 12, 2025

ফেসবুকে বিপর্যয়! রাতারাতি ফলোয়ারের সংখ্যায় ধস খোদ জুকারবার্গের, চিন্তার ছায়া সব মহলেই

Date:

সোশ্যাল মিডিয়ায় (Social Media) বড় বিপর্যয়! সম্প্রতি ফেসবুকে (Facebook) আচমকাই কমে যাচ্ছে ফলোয়ার (Followers) সংখ্যা। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। এমনকী, তালিকা থেকে বাদ যাননি ফেসবুক প্রতিষ্ঠাতা খোদ মার্ক জুকারবার্গও (Mark Zuckerberg)। তবে শুধু জুকারবার্গই নন, এমন হাল হলি-বলি-টলি তারকা (Celebrities) থেকে শুরু করে বিশ্বের তাবড় মানুষদের। মার্ক জুকারবার্গের ফলোয়ার সংখ্যা যেখানে ছিল ১১৯ মিলিয়ন আর সেখান থেকে বর্তমানে তা কমে দাঁড়িয়েছে দশ হাজারেরও নীচে। এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ উগড়ে দিয়েছেন অনেকেই। অনুমান, ওয়েব বাগকে (Web Bug) খারাপ কাজে ব্যবহার করার কারণেই এমন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে গ্রাহকদের। বাগের কারণে যদি কোনও সেলেবের অ্যাকাউন্ট (Celebrity Account) সার্চ করা যায় তাহলে তাঁর পুরো ফলোয়ার সংখ্যা দেখায় কিন্তু প্রোফাইল খুললেই ফলোয়ার সংখ্যা ১০ হাজার কমে যায়। আর সোশ্যাল মিডিয়ার এমন সমস্যায় রীতিমতো নাস্তানাবুদ হতে হচ্ছে বিশ্বের সমস্ত মানুষকেই।

তবে বিশেষজ্ঞরা (Experts) জানাচ্ছেন, ইতিমধ্যে ফেসবুক ভুয়ো অ্যাকাউন্ট মুছে (Account Delete) ফেলার কাজ শুরু করেছে। আর সেই কারণেই আনফলোর সংখ্যা বাড়ছে। অ্যাকাউন্ট মুছে ফেলার কাজ শেষ হলেই সমস্ত পরিস্থিতি আবার স্বাভাবিক হবে। তার আগে এমন সমস্যার সম্মুখীন হতে হবে ব্যবহারকারীদের। তবে ফেসবুকের তরফে সরকারিভাবে এখনই কিছু ঘোষণা করা হয়নি। আপাতত জুকারবার্গের ফেসবুকের পাতায় গেলে দেখা যাচ্ছে যান্ত্রিক গোলযোগের (Technical Problem) জন্য সেটা বর্তমানে অকেজো হয়ে পড়েছে। তবে ফেসবুকে কর্মরত এক কর্মী জানান, পুরো বিষয়টাই ফেসবুকের একটি প্রচারমূলক ফন্দি (Promotional Strategy)। আর কিছুই নয়। নামবদল করে ‘মেটা’ (Meta) হওয়ার পর থেকেই ফেসবুক নিজের ভাবমূর্তি বদলানোর জন্য নিত্যনতুন ফন্দি আঁটছে। তবে এই সমস্ত বিষয়গুলি ক্ষণস্থায়ী হবে না দীর্ঘস্থায়ী তা কিছুটা সময় গড়ালে তবেই বলা সম্ভব।

বিষয়টি নিয়ে ইতিমধ্যে মুখ খুলেছেন বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনও (Taslima Nasreen)। তিনি টুইট করে জানিয়েছেন, ফেসবুকে একটি সুনামি (Tsunami) তৈরি হয়েছে। যা ইতিমধ্যে আমার ৯ লাখ ফলোয়ারকে ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। বর্তমানে আমার ফলোয়ার সংখ্যা মাত্র ৯ হাজারে এসে ঠেকেছে। তিনি আরও লেখেন, আমি ফেসবুকের এই ‘কমেডি’তে বেশ পছন্দ করি।

তবে বর্তমান সমাজে সোশ্যাল মিডিয়ার গুরুত্ব যে অপরিসীম তাকে অগ্রাহ্য করার কোনও অবকাশ নেই। বর্তমানে যেকোনো তারকার অর্থনৈতিক রাস্তাও সুগম করে সোশ্যাল মিডিয়া। যাঁর যত অনুরাগীর সংখ্যা যত বেশি তত বেশি টাকা তাঁরা পোস্ট পিছু পান। তাই ফেসবুকের এমন সমস্যায় জেরবার তারকা থেকে শুরু করে সাধারণ মানুষ। আর এমন ঘটনা ঘটলে সমস্যা তো হবেই। তবে আচমকা কেন এমন হল তা থাওরক্রতে হিমশিম খাচ্ছেন তারকারা। তবে তাঁদের আশা দ্রুত এই সমস্যার সমাধান হয়ে যাবে।

Related articles

দেশে প্রথমবার সেমিস্টার পদ্ধতিতে ফাজিল! ফলপ্রকাশের পরে সফল পরীক্ষার্থীদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

দেশের মধ্যে পশ্চিমবঙ্গে প্রথম মাদ্রাসার দ্বাদশ শ্রেণির পরীক্ষা হয়েছে সেমেস্টার পদ্ধতিতে। উচ্চ মাধ্যমিকের মতো মাদ্রাসার ফাজিল ২০২৬-এর পরীক্ষা...

অর্পিতার সঙ্গে সম্পর্ক কী, কাদের নিয়ে পরিবার? খোলাখুলি উত্তর পার্থর

শিক্ষক নিয়োগ মামলায় তাঁর গ্রেফতার হওয়ার পরেই গ্রেফতার হন তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukharjee)। জামিন পেয়ে বাড়ি...

ডবল ইঞ্জিনের গোয়ায় কোটি টাকার চাকরি কেলেঙ্কারি! জড়িত বিজেপি মন্ত্রিসভার সদস্য ও উচ্চপদস্থ আমলা

ফের ডবল ইঞ্জিন সরকারের দুর্নীতি ফাঁস। কোটি কোটি টাকার 'চাকরির বিনিময়ে নগদ' কেলেঙ্কারির এক মূল অভিযুক্ত গোয়ার (Goa)...

এখনও গুটখা-তামাকযুক্ত পান মশলা বিক্রি নিষিদ্ধ বাংলায়, মেয়াদ চলবে কতদিন

আরও এক বছর গুটখা ও তামাকযুক্ত পান মশলা (Pan Masala) বিক্রির নিষেধাজ্ঞা পশ্চিমবঙ্গে (West Banegal)। গত ৭ নভেম্বর...
Exit mobile version