Friday, August 22, 2025

টিউবওয়েলে পাম্প করতেই জল নয় বেরোচ্ছে মদ। যা দেখে হতবম্ব পুলিশও। সম্প্রতি বেআইনি মদ তৈরি ও সেই সংক্রান্ত ব্যবসা বন্ধ করতে বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চালায় পুলিশ। তাতেই একটি হ্যান্ডপাম্পের সন্ধান পায় পুলিশ। কলটি থেকে বেরোনো তরল দেখে প্রথমটাই পুলিশ ভেবেছিল, দূষিত জল বেরোচ্ছে। কিন্তু ভুল ভাঙতে বেশি সময় লাগেনি। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের গুনা জেলায় ।

আরও পড়ুন:মধ্যপ্রদেশে হাসপাতালে চিকিৎসকের দেখা নেই, মায়ের কোলেই বেঘোরে প্রাণ গেল ৫ বছরের শিশুর

পুলিশ সূত্রের খবর, সোমবার মধ্যপ্রদেশের গুনা জেলার পুলিশের দুটি দল চাঁচড়া এবং রাঘোগড় গ্রামের বিষমদ তৈরির ঠেকের সন্ধান পাওয়া যায়। পুলিশকর্মীরা  কলের কাছে মাটির ৭ ফুট নীচে বসানো বেআইনি মদ ভর্তি বেশ কয়েকটি ট্যাঙ্কের হদিশ পান।  ট্যাঙ্কগুলিতে কয়েক গ্যালন বেআইনি মদ ভর্তি করা ছিল বলে জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, বিক্রেতারা ওই কলের মাধ্যমে পাম্প করে মদ বের করে প্লাস্টিকের পাউচে ভরে বেআইনি মদ বিক্রি করা হত। এছাড়াও গ্রামদুটিতে বেশ কয়েকটি কুঁড়েঘরের মতো দেখতে বাড়ির সন্ধান পেয়েছে পুলিশ, যেগুলিতে মদ জমিয়ে রাখা  হত বলে জানা গেছে। তবে ঘটনায় এখনও পর্যন্ত কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ।  ইতিমধ্যেই এই চক্রের সঙ্গে জড়িত আটজনকে চিহ্নিত করেছে তারা।

জানা গিয়েছে, ওই দুটি গ্রামে মূলত কানজার নামক স্থানীয় আদিবাসী সম্প্রদায়ভুক্ত মানুষের বাস। গ্রামগুলির প্রায় প্রত্যেকটি পরিবারেরই পেশা মদ তৈরি ও তা বিক্রি করা। দীর্ঘদিন ধরেই এলাকাগুলিতে তল্লাশি চালাচ্ছে পুলিশ। তবে পাশেই জঙ্গল থাকায় পুলিশ হানা দিলে গভীর জঙ্গলে আত্মগোপন করে ওই চক্রের সঙ্গে জড়িত ব্যক্তিরা।

Related articles

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...
Exit mobile version