গোয়ার উপকূলে ভেঙে পড়ল নৌসেনার মিগ বিমান

ভারতীয় সেনার মিগ বিমানে বড়সড় দুর্ঘটনা। আজ,বুধবার সকালে গোয়ার উপকূলে আচমকাই ভেঙে পড়ল নৌসেনার মিগ ২৯-কে বিমানটি। কোনওমতে প্রাণে বেঁচেছেন পাইলট। ঠিক ভেঙে পড়ার আগের মুহূর্তেই বিমান থেকে বেড়িয়ে পড়েন তিনি। কেন নৌসেনার এই বিমানটি ভেঙে পড়ল, তার কারণ খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন:২০২৫-এর মধ্যে মিগ সিরিজের সমস্ত বিমান সরিয়ে নেবে ভারতীয় বায়ুসেনা


নৌসেনার তরফে জানানো হয়েছে, নৌঘাঁটিতে ফেরার সময় গোয়ার উপকূলে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর তল্লাশিতে পাইলটকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাঁর শারীরীক অবস্থা স্থিতিশীল।  প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, যান্ত্রিক ক্রুটির জেরেই এই ঘটনা ঘটেছে। তবে ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যেই তদন্তকারীদের একটি বোর্ড গঠন করা হয়েছে।

Previous articleমহেশতলায় ভয়াবহ বি*স্ফোরণ, জখম ৫
Next articleমানিকের মোবাইলে সেভ করা “RK”, “DD” আসলে কারা? জানতে মরিয়া ইডি