Tuesday, May 13, 2025

অতর্কিত বাঘের (Tiger) হামলা সুন্দরবন জঙ্গল সংলগ্ন বিট অফিসে। যদিও কাউকে আক্রমণ করতে পারেনি দক্ষিণ রায়। ফেন্সিংয়ের বাইরে থেকেই তর্জন-গর্জন করে আবার মিলিয়ে গিয়েছে জঙ্গলে। কিন্তু হঠাৎ চোখের সামনে বাঘকে দেখে আতঙ্কিত বিট অফিসের কর্মীরা।

বুধবারের সকালে সুন্দরবনের পিরখালি জঙ্গলের বাঘনা বিট অফিসের বনকর্মীরা নিজেদের কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। হঠাৎই ফেন্সিংয়ের বাইরে থেকে রয়্যাল বেঙ্গল টাইগারের গর্জন। সুন্দরবনের মহারাজ তখন দুয়ারে পৌঁছে গিয়েছে। সর্বশক্তি দিয়ে লোহার ফেন্সিংয়ের বাইরে থেকে থাবা মারছে বারবার। বিট অফিসে ঢোকার চেষ্টা করছে বুঝতে পেরে বনকর্মীরা সকলে মিলে চিৎকার জুড়ে দেন। হাতের কাছে থাকা বাঁশ, লাঠি নিয়ে পাল্টা তাড়া করতে থাকেন। কিন্তু নিজের বিচরণভূমিতে বাঘের আস্ফালন থামার কোনও লক্ষণ নেই। মিনিট কুড়ি ধরে চলে এই বাঘ আর বনকর্মীদের হুঙ্কার আর পাল্টা চিৎকার। তারপর বিট অফিসের খাল পেরিয়ে জঙ্গলে মিলিয়ে যায় বাঘটি। কিন্তু ঘটনার আকস্মিকতায় সকলে আতঙ্কিত সকলে। সুন্দরবনের কোনও বিট অফিসে বাঘের আগমন কার্যত এই প্রথম।

এক বনকর্মী জানান, পিরখালির জঙ্গল থেকে একটি পূর্ণ বয়স্ক বাঘ আচমকাই বেরিয়ে আসে। সেটি জঙ্গলের নাইলনের বেড়া টপকে সরাসরি ঢোকার চেষ্টা করে বন দফতরের বাঘনা বিট অফিসে। বিষয়টি নজরে আসে বনকর্মীদের। তাঁরাই বাঁশ, লাঠি বাঘের দিকে ছুঁড়ে বেশ বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় সেটিকে জঙ্গলে ফেরৎ পাঠাতে সক্ষম হন। গোটা বিট অফিস লোহার তারের বেড়া দিয়ে ঘেরা থাকায় বাঘটি বিট অফিসের একেবারে ভেতরে ঢুকতে পারেনি। নাহলে বিপদ ঘটতে পারত বলেই আশঙ্কা বনকর্মীদের।

আরও পড়ুন- বছর খানেক জম্মু ও কাশ্মীরে থাকলেই মিলবে ভোটাধিকার! নির্বাচন কমিশনের সিদ্ধান্ত ঘিরে এককাট্টা বিরোধীরা

Related articles

ঐতিহাসিক ১৩ মে! ১৪ বছরে মা-মাটি-মানুষের সরকার

১৩ মে। ইতিহাস গড়ার সেই অবিস্মরণীয় দিনের ১৪ বছর পূর্ণ হল। ২০১১ সালের এই দিনেই বাংলার রাজনীতিতে এক...

বাংলাদেশে নিষিদ্ধ আওয়ামী লিগ: গণতন্ত্রে কোপ, দাবি ভারতের বিদেশমন্ত্রকের

অন্তর্বর্তী সরকারের আমলে একাধিক স্বৈরাচারী পদক্ষেপ দেখেছে বাংলাদেশ। তাতে সর্বশেষ সংযোজন সাম্প্রতিক অতীতের সবথেকে বড় রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন...

দিন পনেরো আগেই কথা হয়েছে ছেলের সঙ্গে: শোকস্তব্ধ প্রীতমের বাবা রাজা দাশগুপ্ত

একজন দিলীপ ঘোষ। যিনি রিঙ্কু মজুমদারকে বিয়ে করার পরে আপন করে নিয়েছিলেন তাঁর পুত্র সৃঞ্জয় দাশগুপ্ত ওরফে প্রীতমকে...

মাকে খুনের অভিযোগে বাবা ও দাদার বিরুদ্ধে! অভিযোগ শিশুকন্যার 

নৃশংস পারিবারিক হত্যাকাণ্ড হাওড়ার জগাছায়। সোমবার রাতে মা সুলেখা জয়সওয়ালের রহস্যজনক মৃত্যুর ঘটনায় স্বামী ও পুত্রের বিরুদ্ধে খুনের...
Exit mobile version