Tuesday, August 26, 2025

বাবরের জন্মদিনে কেক আনলেন ফিঞ্চ, সেলিব্রেশনে সামিল রোহিত-উইলিয়ামসনরা

Date:

ঢাকে কাঠি পড়ে গিয়েছে। রবিবার থেকে শুরু হয়ে যাচ্ছে টি-২০ বিশ্বকাপ। রবিবার যোগ্যতা অর্জন পর্ব। তার আগে শনিবার ব্রিসবেনে বিশ্বকাপের সব দলের অধিনায়কদের নিয়ে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছিল আইসিসি। সেখানেই এক সারপ্রাইজ পেলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। বাবার আজমের জন‍্য কেক নিয়ে আসেন অ্যারন ফিঞ্চ। আজ পাকিস্তান অধিনায়কের জন্মদিন। বাবরের জন্য কেকের বন্দোবস্ত করা হয়েছিল। সাংবাদিক সম্মেলনেই পাক অধিনায়কের জন্য কেক নিয়ে আসেন ফিঞ্চ। ধরিয়ে দেন বাবরের হাতে। আইসিসির তরফে তাঁর কেক কাটার ছবি পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে কেক কাটছেন পাকিস্তান অধিনায়ক। জন্মদিন যে বিশেষ ভাবে পালন করা হয়েছে তা বোঝা যাচ্ছে বিভিন্ন ছবিতে। ১৫ জন অধিনায়ক মিলে বাবরের জন্মদিন পালন করলেন।

২৩ অক্টোবর মেলবোর্নে ভারত-পাকিস্তান ম্যাচ। জন্মদিন বলে সেই প্রসঙ্গ থেকে একটুও রক্ষা পাননি বাবর। এই হাইভোল্টেজ ম্যাচ নিয়ে পাকিস্তানের অধিনায়ক বলেন, “ভারত-পাকিস্তান ম্যাচের উত্তেজনাই আলাদা। সমর্থকরা এই ম্যাচের দিকে তাকিয়ে থাকে। আমরা নিজের ১০০ শতাংশ দেব। আমরা ম্যাচটা উপভোগ করতে চাই।”

এদিকে সাংবাদিক সম্মেলনে আলাদা করে কথা বলতে দেখা যায় রোহিত-বাবরকে। কী নিয়ে কথা হল? এই প্রশ্নের জবাবে রোহিত শর্মা বলেন,” নতুন কী গাড়ি কিনেছে জানতে চাইলাম বাবরের কাছে। আমাদের দেখা হলে নানা কথা হয়। এই তো এশিয়া কাপের সময় দেখা হয়েছিল। আমরা পরিবার নিয়ে কথা বলি। বাড়ির খবর জানতে চাই। বিভিন্ন গল্প হয়। বাবরদের সঙ্গে আমাদের সাধারণ কথা বার্তাই হয়। শুধু আমরা কেন? আমাদের আগের প্রজন্মের ক্রিকেটারদের কাছেও শুনেছি, তাঁরাও সাধারণ কথাই বলতেন। কেউ নতুন গাড়ি কিনলে, তা নিয়েও আলোচনা করি আমরা।”

আরও পড়ুন:পাকিস্তানের বিরুদ্ধে প্রথম একাদশ নিয়ে কী বললেন রোহিত শর্মা?

Related articles

দুদিন ছুটি বৃষ্টির! তবুও থাকছে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। তার জেরে ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। যার প্রভাব ওড়িশা ও বাংলার...

অনেক প্রেরণা তাঁরই: জন্মদিবসে মাদার টেরেসাকে স্মরণ মুখ্যমন্ত্রীর

তিনি যত না ছিলেন ম্যাসিডোনিয়ার তার থেকেও বেশি ছিলেন ভারতের, এই বাংলার। যাঁদের বেঁচে থাকার কোনও আশাই ছিল...

সবার ভালোবাসা লালবাগচা রাজাকে, মুম্বইয়ের গণেশ পুজোয় টক্কর দিতে তৈরি অন্যরাও

মুম্বইয়ের লালবাগের রাজাকে (Lalbaugcha Raja) কে না চেনে। সারাবছর আখ্খা মুম্বইকর অপেক্ষা করেন তাঁর ঝলক দর্শনের জন্য। এবছরও...

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...
Exit mobile version