অশিক্ষিত, ২টাকার গুন্ডা: দিলীপের কুকথার পাল্টা ধুয়ে দিলেন সোহম

“অশিক্ষিত, ২টাকার গুন্ডা”- বিজেপি নেতা দিলীপ ঘোষকে (Dilip Ghosh) ধুয়ে দিলেন তৃণমূল (TMC) বিধায়ক সোহম চক্রবর্তী (Soham Chakraborty)। রবিবার, দুর্গাপুরে (Durgapur) এক সভায় সোহম বলেন, “মা-বোনেরা চড়-থাপ্পড় মারা শুরু করলে দিলীপকে বাংলা ছাড়তে হবে”,

কয়েকদিন আগে পশ্চিম মেদিনীপুরের বেলদায় প্রাতঃভ্রমণে বেরিয়ে গো ব্যাক স্লোগান শোনেন বিজেপির (BJP) সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ। কেন রাজ্য ১০০ দিনের কাজের টাকা পাচ্ছে না, সেই প্রশ্নও তোলেন বিক্ষোভকারীরা। উত্তরে মাত্রা ছাড়ান দিলীপ। ”বুকে পা তুলে দেব”- দিলীপের এই মন্তব্য ঘিরে প্রবল সমালোচনার ঝড় ওঠে। দিলীপ ঘোষকে ‘অশিক্ষিত, দুটাকার গুন্ডা’ বলে কটাক্ষ করে সোহম বলেন, “ওঁর মতো একটা অশিক্ষিত মানুষের থেকে এটাই কিন্তু অভিপ্রেত। তাঁর কাছ থেকে শুভবুদ্ধি, ভাল মানুষের জন্য কথা আজ অবধি শুনতে পাইনি। বুকে লাথি উনি মারছেন, সবাইকে মারবেন, গলায় পা তুলে দেবেন । মা-বোনেরা যদি এক হয়ে চড়-থাপ্পড় মারতে শুরু করেন, ওঁর বাংলায় থাকায় দায় হয়ে যাবে।”

সোহমের কথায়, “দু’টাকার গুন্ডা। সে বলছে, আমার হাতে তরোয়াল থাকলে সবাই ভয় পায়। আমি বলব, আপনি ভয় পেয়েছেন বলে আপনি তরোয়ালটা নিয়ে নিয়েছেন। আমাদের তরোয়ালের প্রয়োজন নেই। দশভূজা আমাদের মা। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, উন্নয়ন আছে- সেটাই আমাদের কাছে সবথেকে বড় অস্ত্র। মানুষের ব্যবহার, তাঁর কথাতেই তো শিক্ষার পরিচয় পাওয়া যায়। তাঁর মতো কুরুচিপূর্ণ কথা, অশিক্ষিত একটা মানুষ।”

 

 

Previous article পুরুলিয়ায় মহিষের লড়াই দেখতে গিয়ে মৃত ১
Next articleসুস্থ আছেন আবু হেনা রনি, সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার মীরের