Sunday, December 21, 2025

RSS গড় নাগপুরে ‘শূন্য’ বিজেপি, আন্ধেরি উপনির্বাচনে প্রার্থী নেই গেরুয়াদের

Date:

Share post:

স্বয়ংসেবক সংঘের গড় বলে পরিচিত নাগপুরে(Nagpur) লজ্জার ভরাডুবি গেরুয়া শিবিরের। প্রতি ও সহ সভাপতি নির্বাচনে শূন্য পেল বিজেপি(BJP)। ১৩টি আসনের মধ্যে একটি আসনেও দেখা গেল না গেরুয়া ধ্বজা। পাশাপাশি আন্ধেরিতে(Andheri) বিধানসভা উপনির্বাচনে প্রার্থী দিতে পারল না জেপি নাড্ডার দল। সবমিলিয়ে বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক দলের দাবি করা বিজেপির এমনই লজ্জাজনক ছবি দেখা গেল মহারাষ্ট্রে।

শনিবার ছিল নাগপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল সংঘের খাস তালুক বলে পরিচিত এই অঞ্চলে সহজ জয় হাসির করবে বিজেপি। কিন্তু বাস্তবে দেখা গেল সহজ জয় তো দূরে থাক লজ্জার হার অপেক্ষা করছিল সংঘ গড়ে। পঞ্চায়েত সমিতির ১৩ টি সভাপতি আসনের একটি আসনেও জয় পায়নি পদ্ম শিবির। নির্বাচনের যে ফলাফল প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে, কংগ্রেস পেয়েছে ৯টি আসন, শরদ পাওয়ারের দল এনসিপির ঝুলিতে গিয়েছে ৩টি, এবং একটি আসন পেয়েছে শিবসেনা।

অন্যদিকে, মহারাষ্ট্রে ঘোড়া কেনাবেচার অংকে বিজেপি ও একনাথ সিন্ধে গোষ্ঠী সরকার গঠন করেছে সদ্য। তবে সেখানে বিজেপির সাংগঠনিক ভিত যে কতখানি দুর্বল তার প্রমাণ মিলল আরো একবার। আন্ধেরি (পূর্ব) বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী দিতে পারল না বিজেপি। উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা এই উপনির্বাচনে প্রার্থী করেছে রুতুজা লাটকেকে। তিনি প্রয়াত বিধায়ক রমেশ লাটকের স্ত্রী। আন্ধেরি (পূর্ব) বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন শিবসেনার রমেশ লাটকে। তিনি প্রয়াত হওয়ার পর আসনটি ফাঁকা হয়। এরপর শিবসেনা ভেঙে যায়। রমেশ লাটকের স্ত্রী রুতুজাকে প্রার্থী করেন উদ্ধব। জানা গিয়েছে শুরুতে বিজেপির তরফে একজন প্রার্থী ঠিক করা হলেও পরে লজ্জার হারের ভয়ে প্রার্থী দিতে রাজি হয়নি গেরুয়া শিবির।

spot_img

Related articles

সশস্ত্র পুলিশ বাহিনীকে ঢেলে সাজাতে উদ্যোগ, বরাদ্দ ৮.৮২ কোটি 

পশ্চিমবঙ্গ সরকার সশস্ত্র পুলিশ বাহিনীর পরিকাঠামো উন্নত করতে নতুন যানকেন্দ্রিক প্রকল্প হাতে নিয়েছে। ব্যারাকপুরে ডেপুটি ইনস্পেক্টর জেনারেলের দফতর...

বিজেপি রাজ্যে পুলিশের করুণ অবস্থা! ফিল্মি কায়দায় পালিয়ে গেল অপরাধী 

মধ্যপ্রদেশের হোসাঙ্গাবাদের কাছে পুলিশি ব্যর্থতার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে, এক তরুণ পুলিশের গাড়ি...

পরিবারে জঙ্গি-যোগের অভিযোগ: কাশ্মীরে শ্রমিকদের জীবিকা কেড়ে নেওয়ার ফতোয়া

জম্মু ও কাশ্মীরের নাগরিকদের সন্ত্রাসবাদের পথ থেকে সরিয়ে আনতে কেন্দ্রের বিজেপি সরকার যে কোনও উদ্যোগ নেয়নি, পহেলগাম হামলার...

CINEKIND: না-মানুষদের নিয়ে তৈরি চলচ্চিত্রকে সম্মান, অনন্য সন্ধ্যার সাক্ষী কলকাতা

এই প্রথম না-মানুষদের প্রতি সহানুভূতি ও ভালবাসার গল্প বলা ফিল্মের জন্য সিনেকাইন্ড জাতীয় পুরস্কার দিল ফিল্ম ফেডারেশন অফ...