Monday, January 12, 2026

খাড়গে নাকি থারুর? ২২ বছর পর আজ কংগ্রেস সভাপতি নির্বাচন, লড়াইয়ে নেই গান্ধী পরিবার

Date:

Share post:

প্রায় আড়াই দশক পর সর্বভারতীয় কংগ্রেসের সভাপতি পদে থাকছেন না গান্ধী পরিবারের কেউ। দলের সর্বোচ্চ পদে দলীয় সংবিধান মেনে গণতান্ত্রিক ভাবে সভাপতি নির্বাচন হচ্ছে ২২ বছর পর। এর আগে শেষবার এই নির্বাচন হয়েছিল ২০০০ সালে। সোনিয়া গান্ধী বনাম জিতেন্দ্র প্রসাদ লড়াইয়ে শেষ হাসি হেসেছিলেন সোনিয়া-ই। তারও আগে গান্ধী পরিবারের বাইরে ১৯৯৬ সালে সীতারাম কেশরী সভাপতি নির্বাচিত হয়েছিলেন বটে, তবে দু’বছর পর তাঁকে সরিয়ে দেয় কংগ্রেস ওয়ার্কিং কমিটি। দায়িত্ব দেওয়া হয় সোনিয়া গান্ধীকেই। সেই থেকে সর্বভারতীয় কংগ্রেসের ব্যাটন রয়েছে গান্ধী পরিবারের হাতেই।

আরও পড়ুন: কংগ্রেস প্রেসিডেন্ট নির্বাচন: রাজ্যসভার বিরোধী দলনেতার পদ থেকে ইস্তফা মল্লিকার্জুন খাড়গের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে গোটা বিজেপি শিবির কংগ্রেসে যখন পরিবারতন্ত্রের অভিযোগ তুলে আসছেন, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে খুব তাৎপর্যপূর্ণভাবে এবার গান্ধী পরিবার থেকে সভাপতি নির্বাচনে থাকছেন না কেউ। পরিবারতন্ত্রের তকমা মুছতে কৌশলগত কারণে খাতায়-কলমে তাই কংগ্রেসের অন্দরে গান্ধী রাজের পতন হতে চলেছে আজ।

এদিকে মল্লিকার্জুন খাড়গে? নাকি শশী থারুর? আজ, সোমবার কংগ্রেস সভাপতি পদের নির্বাচনে গোপন ব্যালটে কার নামের পাশে কতগুলি ‘টিক’ মার্ক পড়বে? জাতীয় রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে বড় কৌতূহল। ফল জানা যাবে ১৯ অক্টোবর। ততদিন পর্যন্ত কংগ্রেস সভানেত্রীর পদ থেকে সরছেন সোনিয়া। মনে রাখা দরকার, মল্লিকার্জুন খাড়গে কিন্তু গান্ধী পরিবার ঘনিষ্ঠ নেতা। তিনি সভাপতি নির্বাচিত হওয়া মানে ঘুরিয়ে সেই সোনিয়া-রাহুলের হাতেই কংগ্রেসের ব্যাটন, তা বলার অপেক্ষা রাখে না।

অন্যদিকে, কংগ্রেসের অন্দরে গণতন্ত্র-এর পক্ষে সওয়াল করা শশী থারুর অভিযোগ করেছেন, কংগ্রেসের সভাপতি নির্বাচনে পক্ষপাতিত্ব হচ্ছে। অর্থাৎ, অস্বস্তির আবহেই আজ ভোটে যাচ্ছে কংগ্রেস। সোনিয়া-প্রিয়াঙ্কা, মনমোহন সিং সহ ৫০ জন ভোট দেবেন ২৪ আকবর রোড দলের সদর দফতরে। প্রদেশ কংগ্রেসের ডেলিগেটরা নিজেদের রাজ্যেই ভোট দেবেন। রাহুল গান্ধী ব্যস্ত ভারত জোড়ো যাত্রায়! তাই কর্ণাটকের বেল্লারিতে তাঁর জন্য ব্যবস্থা হয়েছে বিশেষ বুথের।

spot_img

Related articles

আইন রক্ষায় নিহত বাবা, তাঁরই ছেলে প্রতারণায় জেলে!

দু’দশক আগে এক বর্ষবরণের রাতে তিলোত্তমার বিবেক জাগিয়ে দিয়েছিলেন তিনি। এক অপরিচিতা তরুণীর সম্মান বাঁচাতে মদ্যপ সহকর্মীদের সামনে...

IND vs NZ: নতুন বছরে বিরাটের ব্যাটিং বিক্রম, জয়ের মধ্যেও থাকল উদ্বেগের ছায়া

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৪ উইকেটে জিতল ভারত। ২০২৫ সালেযেখানে শেষ করেছিলেন ২০২৬ সাল সেখান থেকেই শুরু...

সোমে মিলনমেলায় ডিজিটাল যোদ্ধাদের সঙ্গে বৈঠকে অভিষেক

বাংলা বহিরাগত জমিদারদের হাতে অপমানিত, লাঞ্ছিত। সেই বাংলাবিরোধীদের মিথ্যা ও অপপ্রচারের মোকাবিলায় তৃণমূল ময়দানে নামিয়েছে ডিজিটাল যোদ্ধাদের। ডিজিটাল...

অনুপ্রবেশকারী খুঁজবে AI! নির্বাচনে নতুন গ্যাঁড়াকল শিণ্ডে-ফড়নবিশ জোটের

ভোটের আগে ফের মাথা চাড়া দিচ্ছে মানুষের উপর নজরদারি আর হয়রানির রাজনীতি। পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের নতুন অ্যাপ ব্যবহার...