Saturday, August 23, 2025

রাজ্যের সব ডিএলএড কলেজের প্রিন্সিপালদের জরুরি বৈঠকে ডাকল প্রাথমিক শিক্ষা পর্ষদ

Date:

Share post:

রাজ্যের সব ডিএলএড কলেজের প্রিন্সিপালদের জরুরি তলব করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। আগামী ১৮ অক্টোবর প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসেই এই বৈঠক হবে। রাজ্য জুড়ে বেসরকারি ডি এল এড কলেজ রয়েছে ৫৯৬ টি। প্রত্যেকটি ডি.এল.এড কলেজের প্রিন্সিপালদের স্বশরীরে উপস্থিত থাকতে বলা হয়েছে।

প্রাথমিক শিক্ষক নিয়োগের দুর্নীতির তদন্ত ইতিমধ্যেই করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি।এই কলেজগুলি থেকে আর্থিকভাবে লাভবান হয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি এমনটাই ইডির প্রাথমিক তদন্তে উঠে এসেছে বলে জানা গিয়েছে। সেক্ষেত্রে ১৮ অক্টোবরের এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। সাম্প্রতিক সময় এত সংখ্যক কলেজে প্রিন্সিপালদের সশরীরে বৈঠকের নজির নেই বলে দাবি করছেন আধিকারিকদের একাংশ। সেক্ষেত্রে মঙ্গলবারের এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

আগামী দিনে ডিএলএড কলেজগুলি কী ভাবে পরিচালিত হবে তা নিয়ে রূপরেখা তৈরি করে দিতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ। পাশাপাশি বিভিন্ন সময় ডিএলএড কলেজগুলি নিয়ে যে অভিযোগ ওঠে সেই প্রেক্ষিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বার্তা ওই দিনের বৈঠকে দেওয়া হতে পারে। সেইসঙ্গে প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণের জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদ সিলেবাস নিয়ে কী ভাবছে সেই বিষয়ে বেশ কিছু গাইডলাইন দেওয়া হবে ওই বৈঠকে।

ছাত্র ভর্তির নিয়মবিধি নিয়েও কিছু পরামর্শ দেওয়া হতে পারে এই বৈঠকে। সাম্প্রতিক সময় ডিএলএড কলেজগুলির পরিচালনগত পদ্ধতি-সহ বিভিন্ন বিষয় নিয়ে বারবার প্রশ্ন উঠেছে।জানা গিয়েছে, মঙ্গলবারের বৈঠক থেকে গুরুত্বপূর্ণ নির্দেশ এই বিষয় নিয়ে দেওয়া হতে পারে। প্রসঙ্গত প্রাথমিক শিক্ষা পর্ষদ ইতিমধ্যেই টেটের আবেদনপত্র দিতে শুরু করেছে।পাশাপাশি নিয়োগের প্রক্রিয়ার জন্য আবেদন করা যাবে আগামী ২১শে অক্টোবর থেকে। ১১ হাজারেরও বেশি শূন্য পদ রয়েছে তার জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদের হাতে। ইতিমধ্যেই তা বিজ্ঞপ্তি আকারে জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।

spot_img

Related articles

বৃষ্টি ভিজবে ডুরান্ড ফাইনাল, কলকাতায় হলুদ সতর্কতা!

পুজো কেনাকাটার উৎসাহ থেকে ডুরান্ড ফাইনালের (Durand Cup Final) আবেগকে দিব্যি ড্রিবল করে দিনভর গোল করতে তৈরি বৃষ্টি।...

নিউ গড়িয়ায় বৃদ্ধা-খুনে নয়া মোড়, গ্রেফতার আয়া ও তার পুরুষ সঙ্গী

রাতের বেলায় পুরুষ সঙ্গীকে নিয়ে আয়া এসেছিলেন নিউ গড়িয়ায়(New Garia) খুন হওয়া বৃদ্ধার বাড়িতে। কেন? ওই আয়া ঢুকেছিলেন...

উত্তরাখণ্ডে ফের মেঘ ভাঙা বৃষ্টি: বিধ্বস্ত থারালিতে নিখোঁজ অন্তত ৩

ফের বড়সড় বিপর্যয়ের মুখে উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি জেলা। মধ্যরাতে মেঘ ভাঙা বৃষ্টির জেরে থারালি এলাকায় হড়পা বানে (flash...

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...