Thursday, August 28, 2025

বিজয়া সম্মিলনীতে বাবুলকে ঘিরে বিক্ষোভ, কড়া বার্তা তৃণমূল নেতৃত্বের

Date:

নিজের বিধানসভা এলাকায় বিক্ষোভের মুখে বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। ঘটনায় ক্ষুব্ধ তৃণমূল (TMC) নেতৃত্ব। দলের অন্দরে কোনও বিক্ষোভ বরদাস্ত করা হবে না- স্পষ্ট বার্তা দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল নেতৃত্বের।

রবিবার, গড়িয়াহাটের কাছে ফার্ন রোডে বিজয়া সম্মিলনীতে বালিগঞ্জের তৃণমূল বিধায়ক বাবুল সুপ্রিয়কে ঘিরে বিক্ষোভ দেখান কয়েকজন। তাঁদের মধ্যে কেউ কেউ নিজেদের এলাকার কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায়ের (Sudarshana Mukharjee) অনুগামী বলে দাবি করেন। তাঁদের অভিযোগ, এই অনুষ্ঠানের আয়োজন সম্পর্কে তাঁদের জানানো হয়নি। বাবুলকে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগানও দেওয়া হয় বলে অভিযোগ। বাবুলকে বলতে শোনা যায়, ‘‘এখানে কাউন্সিলরের অনুগামী বলে কেউ নেই। আমরা সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অনুগামী।’’ যদিও ঘটনার সময় কলকাতাতেই ছিলেন না সুদর্শনা।

ঘটনা সম্পর্কে খোঁজ নেন দক্ষিণ কলকাতার জেলা তৃণমূল সভাপতি দেবাশিস কুমার (Debashis Kumar)। এই ঘটনার যাতে আর পুনরাবৃত্তি না ঘটে সেই বিষয়ে দুপক্ষকেই সতর্ক করা হয়। তৃণমূল নেতৃত্বের মতে, দলনেত্রী নির্দেশে জনসংযোগের উদ্দেশ্যে বাংলাজুড়ে বিভিন্ন এলাকায় বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানে এই ধরনের ঘটনায় তৃণমূলের ভাবমূর্তি নষ্ট হতে পারে। তাই এই ধরনের ঘটনা বরদাস্ত করা হবে না বলে সতর্ক করা হয়েছে। এর আগে ইকো পার্কের রাজ্য সরকারের বিজয়া সম্মিলনীতে ডাক না পেয়ে অভিমান হয় বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের। প্রকাশ্যে আসে অভিমানী তাপসের বক্তব্য। তবে, এদিনের ঘটনায় কড়া বার্তা দিয়েছেন তৃণমূল নেতৃত্ব।

 

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version