Thursday, November 13, 2025

শিবপুর থেকে ফের উদ্ধার কোটি কোটি টাকা

Date:

Share post:

ফের হাওড়া থেকে উদ্ধার টাকার পাহাড়। গাড়ির পর এবার বাড়ি থেকে উদ্ধার কোটি কোটি টাকা।হাওড়ার শিবপুরে মন্দিরতলায় ব্যবসায়ী শৈলেশ পাণ্ডের গড়ির পর এবার কৈপুকুরের ফ্ল্যাট থেকে উদ্ধার হল প্রায় ৬ কোটি টাকা। ঘটনায় অভিযুক্ত এখনও অধরা।

আরও পড়ুন:শিবপুরের আবাসন থেকে  বিপুল টাকা উদ্ধার পুলিশের

পুলিশ সূত্রের খবর, রবিবার রাতে শৈলেশের ভাই রোহিত পাণ্ডের বাড়িতে তল্লাশি অভিযান চালায় তদন্তকারীরা।রাত ৮টা নাগাদ  পুলিশ এই ফ্ল্যাটটিতে তল্লাশি শুরু করে। গভীর রাত পর্যন্ত চলে তল্লাশি অভিযান।টাকা উদ্ধারের পর ফ্ল্যাটটি সিল করে দেওয়া হয়।সেই আবাসনের বাসিন্দারা জানান, এই ফ্ল্যাটেই শৈলেশের পরিবার থাকত। রোহিত মাঝে মধ্যে আসত সেখানে। জানা গিয়েছে, উদ্ধার হওয়া টাকার অধিকাংশই ৫০০ টাকার নোট।

এর আগে হাওড়ার শিবপুরের একটি আবাসনে রাখা গাড়ি থেকে ২ কোটি ২০ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করে হেয়ার স্ট্রিট থানার পুলিশ। জানা গিয়েছিল, সেই গাড়ি শৈলেশের ভাই অরবিন্দ পাণ্ডের।

পুলিশ সূত্রের খবর, কিছু দিন ধরে একটি বেসরকারি ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থের লেনদেন হচ্ছিল। ব্যাঙ্ক কর্তৃপক্ষ বিষয়টি খেয়াল করে হেয়ার স্ট্রিট থানায়  একটি অভিযোগ দায়ের করে। তদন্ত শুরু করে লালবাজারের ‘ব্যাঙ্ক ফ্রড’ শাখা। নজরদারি শুরু হয় ওই অ্যাকাউন্টে। পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মালিকের খোঁজখবর শুরু হয়। তদন্তে উঠে আসে শৈলেশ পাণ্ডে নামে এক ব্যক্তির নাম। তারা ওই অ্যাকাউন্ট ফ্রিজ করে দেয়। এরপর পুলিশ নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালায় শিবপুরের ওই আবাসনে।তদন্তে নেমে অভিযুক্তের বিরুদ্ধে ষড়যন্ত্র, আর্থিক লেনদেনের প্রতারণা সহ একাধিক অভিযোগের কথা জানতে পারে।যদিও শৈলেশ পাণ্ডেকে এখনও গ্রেফতার করা যায়নি।

spot_img

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...