Friday, November 7, 2025

CPM আমলে চুটিয়ে চিটফান্ডের কারবার করতেন মানিক-ঘনিষ্ঠ তাপস

Date:

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার হয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্য। তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত তাপস মণ্ডলের টিচার্স ট্রেনিং সেন্টার ও বাড়িতেও হানা দিয়েছে ইডি। তাপসের সংস্থা মিনার্ভা টিচার্স ট্রেনিং সেন্টারের মাধ্যমে টাকা লেনদেনের তথ্যও তদন্তে সামনে এসেছে বলে তদন্তকারীদের দাবি। ইডি সূত্রে খবর, আগামী ২০ অক্টোবর তাঁকে তলব করেছেন ইডি আধিকারিকরা।

আরও পড়ুন: ইডির নজরে মানিক-ঘনিষ্ঠ তাপস, সিজিও কমপ্লেক্সে তলব

তবে তাপস মণ্ডলকে নিয়ে আরও চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। জানা যাচ্ছে, তাঁর আদি বাড়ির পশ্চিম মেদনীপুরের পাঁশকুড়ায়। সিপিএম জমানায় ওই এলাকায় এক সময় চিটফান্ডের রমরমা কারবারও ছিল মানিক ঘনিষ্ঠ তাপসের। বাম আমলের শুরু থেকেই “মিনার্ভা ফিনান্স” নামে চিটফান্ড খুলে তিনি কোটি কোটি টাকা আত্মসাৎ করেছিলেন বলে অভিযোগ। তাঁর সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল সিপিএমের জেলা ও রাজ্যের তাবড় নেতাদের। তাপসের মাথায় হাতছিল তাঁদের। তাপসের থেকেই সিপিএমের ওই নেতারা কমিশনও নিতেন বলে অভিযোগ। প্রতারণার অভিযোগে একবার গ্রেফতারও হয়েছিলেন তাপস।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাঁশকুড়ার মাইশোরার হরেকৃষ্ণপুর গ্রামের নিম্ন-মধ্যবিত্ত পরিবারের বড় ছেলে তাপস মণ্ডল। বাম আমলে প্রথমে সিপিআই-এর সক্রিয় সদস্য ছিলেন তিনি। পরে যোগ দেন মার্ক্সসিস্ট ফরওয়ার্ড ব্লকে। আশির দশকে সেই দলের জেলা সভাপতিও হন। অভিযোগ, ওই সময়ই পাঁশকুড়া স্টেশন বাজারে মিনার্ভা নামে চিটফান্ডের অফিস খোলেন তাপস। অভিযোগ, ব্যাঙ্কের থেকে বেশি টাকা ফেরতের টোপে শুরু হয় টাকা তোলা।

আরও জানা যাচ্ছে, বাম আমলের দমকল মন্ত্রী রাম চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা ছিল তাপসের। সেই সময় প্রভাব খাটিয়ে পাঁশকুড়ার বেশ কয়েক জনকে মোটা টাকার বিনিময়ে দমকলে চাকরি পাইয়ে দেন তাপস। চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণার অভিযোগে এক বার গ্রেফতারও হয়েছিলেন তিনি।

অন্যদিকে, বেআইনিভাবে নিয়োগের অভিযোগে কলকাতা হাইকোর্টের নির্দেশে সম্প্রতি প্রাথমিক শিক্ষকের চাকরি খুইয়েছেন তাপসের ভ্রাতৃবধূ পারমিতা মণ্ডল। এই পারমিতার নামেই পাতন্দা গ্রামে টিচার্স ট্রেনিং কলেজ রয়েছে। পারমিতার স্বামী, তাপসের ভাই বিভাস মণ্ডল সেটি দেখাশোনা করেন। ওই কলেজের পাশে তাপস টিচার্স ট্রেনিং কলেজ করেন ২০১৮ সালে। এ দিকে, পারমিতার নামের কলেজটি থেকে জাল শংসাপত্র পাওয়া যেত বলে অভিযোগ তুলেছেন সেখানকার ম্যানেজার।

Related articles

SIR আতঙ্কে একের পর এক মৃত্যু! শেওড়াফুলির যৌনকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার

SIR আতঙ্কে একের পর এক মৃত্যু। হুগলির (Hooghli) ডানকুনির পরে এবার শেওড়াফুলি। শেওড়াফুলির (Shaoraphuli) গড়বাগানে যৌনকর্মীর (Sex Worker)...

জন-গণ-মন: রবীন্দ্রনাথকে অপমানের পরিকল্পিত চক্রান্ত! বিজেপি সাংসদের পদত্যাগ দাবি তৃণমূলের

জাতীয় সঙ্গীত নিয়ে রচয়িতা রবীন্দ্রনাথকে পরিকল্পিত অপমানের বিরুদ্ধে গর্জে উঠল বাংলার শাসকদল তৃণমূল। শুক্রবার, তৃণমূল ভবন থেকে সাংবাদিক...

মানব পাচার মামলায় কলকাতায় তল্লাশি অভিযান ইডির

শুক্রবার সকালে মহানগরীতে ইডি (ED raid in Kolkata) অভিযান। দশ বছর আগের পুরনো এক মানব পাচার মামলায় এদিন...

জোর ধাক্কা কেন্দ্রের, ১০০ দিনের কাজের বকেয়া টাকা নিয়ে হলফনামা তলব হাইকোর্টের

আদালতে জোর ধাক্কা কেন্দ্রের বিজেপি সরকারের। দীর্ঘদিন ধরে বাংলার বকেয়া আটকে রেখে যে প্রতিহিংসামূলক রাজনীতি করে চলেছে মোদি-...
Exit mobile version