Thursday, August 21, 2025

“খাড়গেকে ভোট দিন”, কংগ্রেস সভাপতি নির্বাচনে তৃণমূল নেতা প্রণব পুত্রের টুইটে বিতর্ক

Date:

Share post:

‘কংগ্রেসের অস্তিত্ব নেই’ মন্তব্য করে তৃণমূলে যোগ দিয়েছিলেন প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়। তবে তৃণমূল(TMC) নেতা হয়েও সভাপতি নির্বাচনে কংগ্রেস নেতৃত্বদের শশী থারুরের(Shashi Tharoor) পরিবর্তে মল্লিকার্জুন খাড়্গেকে(Mallikarjun kharge) ভোট দেওয়ার আবেদন জানালেন তিনি। টুইটারে তিনি লিখলেন, “কংগ্রেসের প্রত্যেক ভোটারকে আবেদন করছি খাড়গেকে নির্বাচিত করুন।” অভিজিৎ মুখোপাধ্যায়ের(Abhijeet Mukherjee) এই টুইট প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই বিতর্ক তৈরি হয়েছে।

প্রথমবার গান্ধী পরিবারের কোনো সদস্য ছাড়াই সম্পন্ন হচ্ছে কংগ্রেসের সভাপতি নির্বাচন। অন্তর্বর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধীর উত্তরসূরী বেছে নেওয়া হবে আজ। এই নির্বাচনে ভোট দিচ্ছেন নয় হাজার প্রতিনিধি। ভোটের ফলাফল ঘোষণা হবে আগামী ১৯ অক্টোবর। সভাপতি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছেন সাংসদ শশী থারুর ও মল্লিকার্জুন খাড়গে। তবে ভোট পর্ব শুরু হওয়ার আগেই সোমবার টুইট করেন জঙ্গিপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ তথা বর্তমান তৃণমূল নেতা। টুইটারে তিনি লেখেন, “আজ কংগ্রেসের সভাপতি নির্বাচনে খাড়্গেজিকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য প্রতিটি কংগ্রেস ভোটারকে আবেদন করছি।” একই সঙ্গে তিনি এ-ও লেখেন, “খাড়্গেজি প্রবীণ এবং বিচক্ষণ নেতা। উনি লোকসভায় কংগ্রেসকে নেতৃত্ব দিয়েছেন। আমি নিশ্চিত যে কংগ্রেস সভাপতি হয়ে উনি কংগ্রেসকে ঐক্যবদ্ধ করে দলকে এগিয়ে নিয়ে যাবেন।”

উল্লেখ্য, আমৃত্যু কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন অভিজিৎ মুখোপাধ্যায়ের বাবা প্রণব মুখোপাধ্যায়। বাবা উত্তরসূরি হিসেবে শুরু থেকেই কংগ্রেসে ছিলেন অভিজিৎ। দলের টিকিটে দু’বার সাংসদ হন তিনি। পরে প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুর পর তৎকালীন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ও সংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দেন অভিজিৎ। তবে তৃণমূল নেতা হয়েও পুরনো দলের আভ্যন্তরীণ বিষয়ে তাঁর টুইট বিতর্ক সৃষ্টি করছে। যদিও এ প্রসঙ্গে তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন বলেন, ‘”অভিজিৎ আগে কংগ্রেসে ছিলেন। সেখান থেকে এমন টুইট করতেই পারেন!”

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...