Sunday, August 24, 2025

দু’দিন আগেই  সোপিয়ানে জঙ্গিদের গুলিতে প্রাণ গিয়েছিল এক কাশ্মীরি পণ্ডিতের। সেই হামলার দায় স্বীকার করেছে কাশ্মীর ফ্রিডম ফাইটার্স। এবার ফের একবার রক্ত ঝরল উপত্যকায়। গ্রেনেড হামলায় প্রাণ গেল উত্তরপ্রদেশের দুই বাসিন্দার।

আরও পড়ুন:উপত্যকার কাশ্মীরি পণ্ডিতকে নির্মমভাবে হ*ত্যা করল জঙ্গিরা

জম্মু ও কাশ্মীরের সোপিয়ানের হারমেন এলাকায় গ্রেনেড হামলা হয়। আর সেই হামলাতেই জখম হন উত্তর প্রদেশের কনৌজের দুই বাসিন্দা। তাঁদের আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় তাঁদের। মৃতদের নাম মণীশ কুমার ও রাম সাগর। এই হামলার পরই গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ ও নিরাপত্তাবাহিনী। পুলিশের অনুমান  নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন এলইটি-র হাইব্রিড সংগঠন এই হামলার জন্য দায়ী।

এই হামলা প্রসঙ্গে কাশ্মীর পুলিশ একটি টুইটে জানিয়েছে, ‘সন্ত্রাসবাদীরা সোপিয়ানের হারমেন এলাকায় হ্যান্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। সেই হামলায় উত্তরপ্রদেশের দুই শ্রমিক মণীশ কুমার ও রাম সাগর জখম হয়েছে। উভয়েই উত্তর প্রদেশের কনৌজের বাসিন্দা। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁদের মৃত্যু হয়। এলাকা ঘিরে রাখা হয়েছে।’ অপর একটি টুইটে পুলিশের তরফে অভিযুক্ত সন্ত্রাসবাদীদের গ্রেফতারির কথা জানানো হয়েছে। টুইটে জানানো হয়েছে, ‘নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন এলইটি-র হাইব্রিড সংগঠন হারমেনের ইমরান বশির গনি যে গ্রেনেড হামলার জন্য দায়ী তাদের গ্রেফতার করেছে সোপিয়ান পুলিশ। তদন্ত ও অভিযান জারি রয়েছে।’

Related articles

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...
Exit mobile version