Thursday, August 28, 2025

পঞ্চায়েত নির্বাচন যতই এগিয়ে আসছে, ততই সক্রিয় হয়ে উঠছে কেন্দ্রীয় সংস্থাগুলি।কোনও না কোনও ছুঁতোয় তলব করা হচ্ছে রাজ্যের শাসক দলের বিধায়ক-মন্ত্রী থেকে শুরু করে ছোট বড় সকল নেতাদের।শুধু তাদের লিস্টে নাম নেই গেরুয়া শিবিরের নেতাদের।এবার কোনও অভিযোগ না থাকা সত্ত্বেও ভোট পরবর্তী হিংসা মামলায় তলব করা হল তৃণমূলের যুব নেতা দেবরাজ চক্রবর্তীকে।সূত্রের খবর, মঙ্গলবার সকাল ১১টা নাগাদ তাঁকে সিবিআইয়ের সদর দফতর, সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে।

আরও পড়ুন:অনুব্রতর বিরুদ্ধে চার্জশিটে সাক্ষী এক মৃত ব্যক্তি! সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন

একুশের নির্বাচনে ‘গোহারা’ হার কিছুতেই মানতে পারেনি বিজেপি। তারপর থেকেই শুরু হয়েছে কেন্দ্রীয় তৎপরতা। প্রসঙ্গত, ভোট পরবর্তী হিংসা মামলায় প্রসেনজিৎ দাস নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ ওঠে। বাড়ির বাইরে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল।তিনি বিজেপি কর্মী ছিলেন বলে দাবি করা হয়। এই ঘটনায় অভিযোগ দায়ের করা হয়। ২০২২ সালে তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। এরপরই এই ঘটনার তদন্তে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে মঙ্গলবার দেবরাজকে ডেকে পাঠিয়েছে সিবিআই।

যদিও প্রসেনজিৎ দাসের রহস্যমৃত্যুর ঘটনায় এফআইআরে নাম ছিল না দেবরাজের।তবু কেন তাঁকে তলব করা হল? তাহলে কী শুধুই তৃণমূলকে টার্গেট করা হচ্ছে বলেই তলব? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে উঠছে একাধিক প্রশ্ন ।

Related articles

পদপিষ্ট হওয়ার প্রায় ৮৪ দিন পর নীরবরতা ভাঙল RCB

আরসিবির(RCB) বিজয়োল্লাসের সেই মর্মান্তিক ঘটনা ঘটার পর প্রায় ৮৪ দিন পর  নীরবতা ভাঙল রয়্যাল চ্যালেঞ্জারেস বেঙ্গালুরু। সেই ঘটনার...

আমাকে স্টেনগান-পাইপগান নিয়ে তাড়া করেছিল: গায়ে কাঁটা দেওয়া অভিজ্ঞতা শোনালেন তৃণমূল সভানেত্রী

তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) প্রতিষ্ঠা দিবস। আর বৃহস্পতিবার সেই সমাবেশে বক্তব্য রাখতে উঠে স্মৃতি মেদুর তৃণমূল (TMC) সুপ্রিমো...

এখনও চুপ মোদি! শুল্ক লাগুর পরেও ভারত নিয়ে কুকথা ট্রাম্পের পারিষদদের

পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময়ে বারবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ভারত-পাকিস্তানের যুদ্ধ তিনি থামিয়েছিলেন। তখন চুপ করেছিলেন...

উৎসবের মরশুমে সতর্ক স্বাস্থ্য দফতর, মাতৃ ও শিশুমৃত্যু রুখতে কড়া নির্দেশ 

আলো ঝলমলে প্যান্ডেল, রোশনাই, ভিড়—শহর যখন মেতে ওঠে উৎসবের আবহে, ঠিক তখনই অন্য প্রান্তে দেখা যায় উদ্বেগের ছবি।...
Exit mobile version