Sunday, August 24, 2025

“পাগলা” দিলীপকে ঘুমপাড়ানি গুলি দিয়ে কাবু করার নিদান তৃণমূল বিধায়কের

Date:

চিরকাল ঠোঁট কাটা। রাজনীতির ব্যাকরণ না মেনেই আলটপকা মন্তব্য করন দিলীপ ঘোষ। রাজনীতির ভাষা সন্ত্রাসে তাঁর জুড়িমেলা ভার। সম্প্রতি, তৃণমূলকর্মীদের বুকে পা তুলে দেওয়ার হুমকিও দিয়েছেন! এবার বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিকে পাল্টা দিলেন তৃণমূল বিধায়ক অজিত মাইতি। বললেন, “দিলীপকে ঘোষকে ঘুমপাড়ানি গুলি দিয়ে কাবু করা হবে”!

আরও পড়ুন: অশিক্ষিত, ২টাকার গুন্ডা: দিলীপের কুকথার পাল্টা ধুয়ে দিলেন সোহম

প্রসঙ্গত, গত শুক্রবার পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের বেলদা বাজার ও স্টেশন লাগোয় এলাকায় প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। তাঁর সঙ্গে স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকরাও ছিলেন। ঠিক ওই সময় এলাকার বিধায়ক সূর্যকান্ত আঢ্যর বাড়ির থেকে ঢিল ছোঁড়া দূরত্বে মেদিনীপুরের সাংসদকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী-সমর্থকরাও। “গো-ব্যাক” স্লোগানও দেওয়া হয়। এরপর স্বভাবসিদ্ধভাবে দিলীপ ঘোষও তৃণমূলকর্মীদের হুঁশিয়ারি দেন। বলেন, “তোদের বুকে পা দেব রে। সকাল সকাল চোরেদের মুখ দেখতে হল। দিনটাই খারাপ যাবে”। ঘটনাকে কেন্দ্র রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।

এবার তারই পাল্টা হুঙ্কার দিলেন তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলা কো-অর্ডিনেটর তথা বিধায়ক অজিত মাইতি। গোটা রাজ্যের মতো পশ্চিম মেদিনীপুরে কোশিয়ারি রবীন্দ্র ভবনে বিজয়া সম্মিলনীর আয়োজন করেছিল তৃণমূল। ছিলেন দলের পশ্চিম মেদিনীপুর জেলা কো-অর্ডিনেটর, বিধায়ক অজিত মাইতি, মন্ত্রী শিউলি সাহা-সহ জেলার নেতারা। তখনই অজিত মাইতি বলেন, “হাতি পাগলা হয়ে গেলে যেভাবে ঘুমপাড়ানি গুলি দিয়ে কাবু করা হয়, দিলীপ ঘোষকেও ঠিক সেভাবেই কাবু করা হবে”! যা নিয়ে নতুন করে রাজনৈতিক তরজা তুঙ্গে।

Related articles

যোগীরাজ্যে দলিত ইঞ্জিনিয়ারকে জুতোপেটা বিজেপি নেতার! ভাইরাল ভিডিও

সংবিধান রক্ষার বুলি আওড়ালেও বাস্তবে দলিত–আদিবাসীদের প্রতি ঘৃণা আর বৈষম্যই প্রকাশ পাচ্ছে বিজেপির শাসনে। যোগীরাজ্যে বিদ্যুৎ দফতরের এক...

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...
Exit mobile version