Friday, May 16, 2025

নর্থইস্টকে সমীহ কনস্ট‍্যানটাইনের, জয়ের জন‍্য ঝাঁপাবে দল, বললেন লাল-হলুদ কোচ

Date:

পরপর দুই ম‍্যাচে হারের পর বৃহস্পতিবার আইএসএল-এর তৃতীয় ম‍্যাচে খেলতে নামছে ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড। বৃহস্পতিবার ম‍্যাচে জয় ছিনিয়ে পরপর দুই ম‍্যাচের হারের জ্বালা মেটাতে মরিয়া লাল-হলুদ ব্রিগেড।

বৃহস্পতিবার গুয়াহাটিতে ম‍্যাচ। তাঁর আগে আজ মঙ্গলবার সকালে যুবভারতী স্টেডিয়ামে পুরোদমে অনুশীলন সেরে নিল স্টিফেন কনস্ট‍্যানটাইনের দল। প্রথম দুই ম্যাচে হতাশাজনক ফলাফলের পর তৃতীয় ম্যাচে জয়ের জন্য মরিয়া লাল-হলুদ কোচ। তবে নর্থইস্টকে সমীহ স্টিফেনর। এই ম‍্যাচ যথেষ্ট কঠিন হবে বলে মনে করছেন তিনি। তবে লাল-হলুদ কোচের বিশ্বাস এই ম‍্যাচে নিজেদের সেরা পারফরম্যান্স দেবে তাঁর দলের ছেলেরা।

এদিন নর্থইস্ট ম‍্যাচ নিয়ে লাল-হলুদ কোচ বলেন,”প্রথম ম্যাচে কেরালার বিরুদ্ধে ৭২ মিনিট পর্যন্ত আমরা কোনো গোল হজম করিনি। দ্বিতীয় ম্যাচে আমরা ভালো খেলেছি, বিশেষত দ্বিতীয় অর্ধে আমরা যথেষ্ট আধিপত্য বিরাজ করেছি। আমাদের এই দুই অর্ধ একসঙ্গে করতে হবে এবং ধারাবাহিকতা বজায় রাখতে হবে। আমরা শেষ কয়েকদিন অনুশীলনে কঠিন পরিশ্রম করেছি। আশাকরি আমরা এর সুফল বৃহস্পতিবার পাব।”

আইএসএলের দ্বিতীয় ম্যাচে দলে ছিলেন না এলিয়ান্দ্রো এবং ওই ম্যাচেই চোট পান অ্যালেক্স লিমা। এই দুই ফুটবলারদের নিয়ে স্টিফেন বলেন, “লিমার পরের ম্যাচে শুরু করা সন্দেহজনক। আমাদের সতর্কতার সঙ্গে এগোতে হবে। এলিয়ান্দ্রো গত সপ্তাহে অনুশীলনের সময় চোট পান। আমার মনে হয়না সে পরের ম্যাচের জন্য প্রস্তুত থাকতে পারবে বলে।”

আরও পড়ুন:নতুন বোর্ড সভাপতি বিনিকে শুভেচ্ছা প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের

 

Related articles

৭ ঘণ্টা সংযম দেখিয়েছে পুলিশ, বিকাশ ভবন থেকে অন্তঃসত্ত্বা-সহ কর্মীদের বের করাও পুলিশের কর্তব্য: শামিম-সুপ্রতীম

বিকাশ ভবনে চাকরিহারা বিক্ষোভকারীদের বিশৃঙ্খলার প্রতি ৭ ঘণ্টা সংযম দেখিয়েছে পুলিশ (Police)। কিন্তু যখন বিকাশ ভবনের কর্মীদের বাড়ি...

গম্ভীরের ইচ্ছাতেই টেস্ট অধিনায়ক হওয়ার পথে শুভমন গিল!

রোহিত শর্মা(Rohit Sharma) পরবর্তী ভারতীয় টেস্ট দলের অধিনায়ক কে হবেন। হিটম্যান অবসর নেওয়ার পর থেকে এই নিয়েই চর্চা...

ফল প্রকাশ উচ্চ মাধ্যমিকের বৃত্তিমূলক পরীক্ষার, উত্তীর্ণদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

শুক্রবার রাজ্যের বিভিন্ন বিষয়ের ওপর বৃত্তিমূলক(Vocational) পরীক্ষার ফল প্রকাশ করল ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল...

স্বস্তি মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে, ফিরছেন উইল জ্যাকস

মুম্বই ইন্ডিয়ান্সের(Mumbai Indians) জন্য স্বস্তির খবর। যখন বেশিরভাগ বিদেশি ক্রিকেটাররা আইপিএল থেকে নাম তুলে নিচ্ছেন, সেই সময় মুম্বই...
Exit mobile version