Saturday, May 3, 2025

”আমার নিজের ধারণা ৯৮ শতাংশ তৃণমূল নেতা-কর্মী সৎ। ২ শতাংশ দুর্নীতিতে যুক্ত থাকলেও থাকতে পারে। আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে, যারা দুর্নীতিতে অভিযুক্ত হচ্ছেন আদালতে নিজেদের পক্ষে বলার দায়িত্ব তাদের নিজেদের নিতে হবে, দল তার দায়িত্ব নেবে না।” দক্ষিণ দমদমে দলের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে যোগ দিয়ে দুর্নীতি ইস্যুতে এমনই মন্তব্য করেছেন তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়।

দমদমের সাংসদ জোর গলায় বলেন, “একটা কথা আমাদের সকলের মনে রাখা দরকার, পুজোর আগে কিছু দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। আমাদের দলের কারও কারও বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ হয়েছে। অনেকে গ্রেফতারও হয়েছে। কর্মীদের মনে আঘাত লেগেছে, কিন্তু আমি এ পর্যন্ত ৭টা বিজয়া সম্মিলনীতে যোগ দিলাম, আমি সব জায়গায় দেখছি ভিড়ে ঠাসা। কোথাও কোনও আমাদের কমেনি। কেউ বসে যায়নি। পুরোনো কর্মীদের দেখছি । তাঁরাও সমান উৎসাহে আসছে। দেখে ভালো লাগছে। এরা থাকলে দলে মূল্যবোধ থাকবে। তার কারণ এরা যখন দল করেছে তখন দলের থেকে কিছু পাওয়ার ছিল না।”

এবার বিজয়া সম্মেলনীকে জনসংযোগের মাধ্যম হিসেবে খুব সুন্দরভাবে কাজে লাগাচ্ছে রাজ্যের শাসক দল। কর্মীদের উৎসাহ দেখে নেতারাও অক্সিজেন পাচ্ছে। কর্মীদের উদ্বুদ্ধ করতে তিনি সৌগত রায় বলেন, ”এগারো বছর আমরা ক্ষমতায় আছি। সেই পুরনো মার খাওয়া কর্মীদের ভুলে গেলে চলবে না। ঐক্য মানে নতুন এবং পুরনোদের নিয়ে ঐক্য করা। ঐক্য মানে ভালো ও খারাপদের নিয়ে ঐক্য করা নয়। ঐক্য করা মানে খারাপদের বাদ দিয়ে ভালোদের নিয়ে ঐক্য করা। আমার আশা আপনারা সেদিকে এগোবেন। সামনের লড়াই, কঠিন লড়াই। কিন্তু আমি মনে করি তৃণমূলের যা শক্তি আছে সেটা একসঙ্গে থাকলে যেকোন অবস্থার মোকাবিলা করতে পারব। বাংলা ঘুরে যা মনে হচ্ছে তৃণমূলের কোন বিকল্প নেই। মমতা বন্দ্যোপাধ্যায়েরও বিকল্প নেই। মানুষ সঙ্গে আছে আমাদের সঙ্গেই চলতে চায়।”

 

Related articles

আইএএস-আইপিএসদের নয়া ইউনিফায়েড পেনশন প্রকল্প চালুর সিদ্ধান্ত রাজ্যের

সর্বভারতীয় ক্যাডারের অন্তর্গত আইএএস, আইপিএস সহ অন্যান্য আধিকারিকদের জন্য রাজ্য সরকার নতুন ইউনিফায়েড পেনশন প্রকল্পের (Unified Pension Scheme)...

বিনা অনুমতিতে পাকিস্তানি মহিলাকে বিয়ে! ভিসা শেষের পর আশ্রয় দিয়ে বরখাস্ত CRPF জওয়ান

পহেলগাঁওয়ে সাম্প্রতিক জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর দেশজুড়ে পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল এবং নির্ধারিত সময়ের মধ্যে ভারত...

সাত লাখি কলম! মনের মতো লেখার টানে পেন উৎসবে কলকাতার মানুষ

দাম দিয়ে কলমের আঁচড়ের যে মূল্য দেওয়া যায় না তার নজির মেলে বাঙালির পেনের প্রতি আকর্ষণ দেখলে। ল্যাপটপের...

ওয়াকফ আইন ঘিরে হিংসা: ক্ষতিগ্রস্তদের পাশে রাজ্য, সোমে মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী

ওয়াকফ সংশোধনী আইন নিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ জেলা। হিংসার ঘটনায় বহু মানুষের...
Exit mobile version