Tuesday, August 26, 2025

বেনজির! কুণালের সাংসদ তহবিলে সম্পূর্ণ তৈরি কোচবিহারের ‘মমতা সেতু’, আপ্লুত স্থানীয়রা

Date:

মমতা সেতু- কোচবিহারের (CoochBehar) বড়ভিটায় বুড়াধরলা নদীর উপর এই সেতুটি নির্মাণ হয় রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষের (Kunal Ghosh) এমপি (MP) ল্যাডের টাকায়। এক সাংসদের তহবিলের টাকায় একটি সেতু তৈরি- এই উদাহরণ ভারতে আর কোথাও আছে! উত্তরবঙ্গে রয়েছেন তৃণমূল (TMC) মুখপাত্র কুণাল ঘোষ। বুধবার তিনি যান সেই সেতু দেখতে। সঙ্গে ছিলেন কৃষ্ণকান্ত বর্মন, যুবনেতা নীতীশ সরকার ও স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

বর্ষাকালে এই বুড়া ধরলা নদী ফুলে ফেঁপে উঠত। ফলে সমস্যায় পড়তেন কোচবিহার ১ ব্লক এবং দিনহাটা ১ ব্লকের প্রায় ১৭টি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা থেকে শুরু করে ছাত্রছাত্রীরা। বর্ষাকালে খরস্রোতা নদীর তোড়ে ভেসে যেত বাঁশের সাঁকো। বিচ্ছিন্ন হয়ে পড়তেন বড়ভিটা অঞ্চলের কয়েকটি গ্রামের বাসিন্দারা। ২০১৬ সালে সেতুর সমস্যা নিয়ে তৎকালীন রাজ্যসভার সাংসদ কুণাল ঘোষের সঙ্গে দেখা করেন কোচবিহার জেলা পরিষদের সদস্য কৃষ্ণকান্ত বর্মন। সেই সমস্যা উপলব্ধি করে কুণাল তাঁর এমপি ল্যাডের টাকায় বুড়া ধরলা নদীর উপর সেতু নির্মাণের প্রতিশ্রুতি দেন। তাঁর সাংসদ তহবিল থেকে আড়াই কোটি টাকা বরাদ্দ করেন। নির্মাণ হয় ‘মমতা সেতু’-র।

এ বিষয়ে প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ বলেন- “কৃষ্ণকান্ত বর্মন আমার সঙ্গে যোগাযোগ করে এলাকার মানুষের দাবি মতো একটি সেতু তৈরির আবেদন জনান। সেই দাবি উপলব্ধি করে আমি আমার এমপি ল্যাডের টাকা থেকে সাহায্য করি। আমার বলতে দ্বিধা নেই, এই কাজে পুরোদস্তুর টাকার সদ্ব্যবহার হয়েছে। আমি দাবি করে বলতে পারি ভারতবর্ষের অন্য কোনও সাংসদ একক ভাবে একটি সেতু তৈরি করেছেন এই সেতু ছাড়া দ্বিতীয় নজির নেই।” কুণাল ঘোষকে ধন্যবাদ জানিয়েছেন কৃষ্ণকান্ত বর্মন।

এর আগেই বড়ভিটায় বুড়াধরলা নদীর উপর মমতা সেতু পরিদর্শনে যান কুণাল। কিন্তু তখন মাঝখানটি জুড়লেও গাড়ি চলাচলের সমস্যা ছিল। এখন তৈরি হয়ে গিয়েছে পুরো সেতুটি। যান চলাচল করছে। কুণালকে পরিদর্শনের আমন্ত্রণ জানান স্থানীয়রা। তৈরি সেতু দেখে খুশি কুণাল। তাঁর মতে, “কৃষ্ণকান্ত বর্মণের অনুরোধে সেতু নির্মাণে টাকা বরাদ্দ করেছিলাম। সেতু না থাকায় চরম সমস্যায় ছিল ওপাশের গ্রামগুলি। এখন গোটা এলাকা খুশি।“

আরও পড়ুন- বন্ধের পথে ৪৩ বছরের কেন্দ্রীয় সংস্থা! হঠকারী সিদ্ধান্তে প্রশ্নের মুখে রেলমন্ত্রক

 

Related articles

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...
Exit mobile version