Saturday, August 23, 2025

চাকরীপ্রার্থীদের আন্দোলনের জেরে ব্যাহত হচ্ছে রোজকার কাজ, আদালতের দ্বারস্থ পর্ষদ

Date:

কেটে গিয়েছে ৪৮ ঘণ্টা। এখনও আন্দোলনের অনড় ২০১৪ টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা।সল্টলেকের রাস্তায় চলছে আমরণ অনশন।তবে এর জেরে ব্যাহত হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাজ। এমনকি পর্ষদের কর্মীদের অফিসে ঢুকতেও বাধার সম্মুখীন হতে হচ্ছে।তাই এই ধরনার বিরোধিতা করে আজ, বুধবার উচ্চ আদালতের দ্বারস্থ হল প্রাথমিক শিক্ষা পর্ষদ।

আরও পড়ুন:বিক্ষোভকারী চাকরিপ্রার্থীদের দাবি অনায্য, জানালেন পর্ষদ সভাপতি গৌতম পাল

প্রাথমিক শিক্ষা পর্ষদের অভিযোগ, আন্দোলনের জেরে দফতরে ঢুকতে পারছেন না কর্মীরা। ফলে পর্ষদের কাজ ব্যাহত হচ্ছে।কর্মীদের নিরাপত্তার দাবিতেও কলকাতা হাই কোর্টের কছে আবেদন জানানো হয়েছে।ধরনার বিরোধিতা করে দায়ের করা মামলার দ্রুত শুনানির আরজির জানিয়েছিল তারা। কিন্তু কলকাতা হাই কোর্ট তাদের সেই আরজি খারিজ করে দেয়।বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেন, “এত দ্রত শুনানির কী আছে? এতদিন আন্দোলন চলছে, আর এক দিন চললে এমন কী অসুবিধা হবে?” এরপর পর্ষদকে মামলা দায়ের করে আদালতে আসার নির্দেশ দেন তিনি।

প্রসঙ্গত, সোমবার থেকে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে সল্টলেকের করুণাময়ীতে প্রাথমিক শিক্ষা পর্ষদের দফতর আচার্য প্রফুল্লচন্দ্র (এপিসি) ভবন এলাকা। চাকরির দাবিতে বিক্ষোভে অনড় টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা।প্রাথমিকভাবে চাকরিপ্রার্থীদের একাংশকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ।তা সত্ত্বেও অবস্থান তুলতে রাজি হননি বিক্ষোভকারীরা।

এদিকে সাংবাদিক সম্মেলন করে পর্ষদ সভাপতি গৌতম পাল জানিয়ে দিয়েছেন, নিয়ম ভেঙে তাঁদের নিয়োগ করা সম্ভব নয়। তাঁর দাবি, “এরা কেউ প্যানেলভুক্ত হননি। ২০১৪ সালের টেট উত্তীর্ণদের নিয়োগের দাবি আইনসম্মত নয়।” তারপরেও আন্দোলন তোলেননি চাকরিপ্রার্থীরা। এবার তাঁদের আন্দোলন তুলতে কোর্টে গেল পর্ষদ।

Related articles

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...
Exit mobile version