Thursday, August 21, 2025

কালীপুজোতে অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা প্রশাসনকে কড়া পদক্ষেপের নির্দেশ রাজ্য সরকারের

Date:

Share post:

দুর্গাপুজোর (Durga Puja) দশমীর দিন মাল নদীর দুর্ঘটনা (Accident) থেকে শিক্ষা নিয়ে আরো কড়া সতর্কতামূলক ব্যবস্থা এবার কালীপুজোয় (Kalipuja)। অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা প্রশাসনকে (district administration) বিশেষ পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার(Government of West Bengal)। প্রশাসন সূত্রে খবর আগামী ২৫ অক্টোবর থেকে মোট চার দিন কালী পুজোর প্রতিমা নিরঞ্জন চলবে। ২৫ ও ২৬ তারিখ ভরা কোটালের কারণে সেচ দফতরের তরফেও বাড়তি কিছু সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

কালী পুজোতে প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। সেক্ষেত্রে বিপর্যয় মোকাবিলা বাহিনী থেকে শুরু করে সতর্কতামূলক পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করেছে রাজ্য সরকার। জেলায় জেলায় প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করা হচ্ছে। বিসর্জনের আগাম প্রস্তুতি নেওয়ার জন্য গত শনিবার জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছিলেন রাজ্যের মুখ্যসচিব। তারপরেই স্বরাষ্ট্র দফতরের তরফে বুধবার জানানো হয় যে, ২৪ তারিখ কালীপুজোর পর আগামী ২৫ থেকে ২৮ অক্টোবরের মধ্যে প্রতিমার বিসর্জন সেরে ফেলতে হবে। উত্তরবঙ্গের বেশকিছু এলাকায় প্রতিটি বিডিওর সঙ্গে একজন করে এগজিকিউটিভ রাখা হবে। তাঁরা বিসর্জনের দিনগুলিতে ঘাটে নজরদারি চালাবেন। দুর্ঘটনা ঘটতে পারে এমন বিষয়ে আগাম ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। ২৪ থেকে ২৮ তারিখ পর্যন্ত কোটালের সম্ভাবনার কথা মাথায় রেখে জোয়ার ভাটার সময়সীমা ও নির্দিষ্ট করে জানিয়ে দিয়েছে রাজ্য সরকার।

কালীপুজোর সময় দক্ষিণবঙ্গে ঘূর্ণিঝড় সিত্রাং আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। বিষয়টি নিয়ে বুধবার বিপর্যয় মোকাবিলা দফতরের সচিব দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার প্রশাসকদের সঙ্গে বৈঠক করেছেন। বিসর্জনের সময় যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য জেলা প্রশাসনকে ঘাটগুলিতে ক্রমাগত নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

 

spot_img

Related articles

বৃষ্টির হলুদ সতর্কতা! খেলা দেখাচ্ছে বিদায়ী বর্ষা

বৃহস্পতিবার দক্ষিণ বঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা (yellow alert)। আবহাওয়া দফতরের পূর্বাভাস (forecast) অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায়...

কালা আইন এনে দুর্নীতি দমন! বিজেপির দুই শীর্ষ মন্ত্রীর মিথ্যাচার ফাঁস তৃণমূলের

সংবিধান সংশোধন করে নরেন্দ্র মোদি দেশ থেকে দুর্নীতি তাড়াবেন। বুধবার সংসদে কালা কানুন (Black Bill) জারি করার প্রথম...

বাংলাদেশ বিরোধী কার্যকলাপ ভারতে নেই: বাংলাদেশের প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিল বিদেশ মন্ত্রক

ভারতেই লুকিয়ে রয়েছেন বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগের আরও নেতা মন্ত্রীদের লুকিয়ে থাকার সন্দেহও প্রকাশ করেছে...

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...