Tuesday, December 2, 2025

কালীপুজোতে অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা প্রশাসনকে কড়া পদক্ষেপের নির্দেশ রাজ্য সরকারের

Date:

Share post:

দুর্গাপুজোর (Durga Puja) দশমীর দিন মাল নদীর দুর্ঘটনা (Accident) থেকে শিক্ষা নিয়ে আরো কড়া সতর্কতামূলক ব্যবস্থা এবার কালীপুজোয় (Kalipuja)। অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা প্রশাসনকে (district administration) বিশেষ পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার(Government of West Bengal)। প্রশাসন সূত্রে খবর আগামী ২৫ অক্টোবর থেকে মোট চার দিন কালী পুজোর প্রতিমা নিরঞ্জন চলবে। ২৫ ও ২৬ তারিখ ভরা কোটালের কারণে সেচ দফতরের তরফেও বাড়তি কিছু সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

কালী পুজোতে প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। সেক্ষেত্রে বিপর্যয় মোকাবিলা বাহিনী থেকে শুরু করে সতর্কতামূলক পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করেছে রাজ্য সরকার। জেলায় জেলায় প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করা হচ্ছে। বিসর্জনের আগাম প্রস্তুতি নেওয়ার জন্য গত শনিবার জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছিলেন রাজ্যের মুখ্যসচিব। তারপরেই স্বরাষ্ট্র দফতরের তরফে বুধবার জানানো হয় যে, ২৪ তারিখ কালীপুজোর পর আগামী ২৫ থেকে ২৮ অক্টোবরের মধ্যে প্রতিমার বিসর্জন সেরে ফেলতে হবে। উত্তরবঙ্গের বেশকিছু এলাকায় প্রতিটি বিডিওর সঙ্গে একজন করে এগজিকিউটিভ রাখা হবে। তাঁরা বিসর্জনের দিনগুলিতে ঘাটে নজরদারি চালাবেন। দুর্ঘটনা ঘটতে পারে এমন বিষয়ে আগাম ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। ২৪ থেকে ২৮ তারিখ পর্যন্ত কোটালের সম্ভাবনার কথা মাথায় রেখে জোয়ার ভাটার সময়সীমা ও নির্দিষ্ট করে জানিয়ে দিয়েছে রাজ্য সরকার।

কালীপুজোর সময় দক্ষিণবঙ্গে ঘূর্ণিঝড় সিত্রাং আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। বিষয়টি নিয়ে বুধবার বিপর্যয় মোকাবিলা দফতরের সচিব দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার প্রশাসকদের সঙ্গে বৈঠক করেছেন। বিসর্জনের সময় যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য জেলা প্রশাসনকে ঘাটগুলিতে ক্রমাগত নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

 

spot_img

Related articles

স্বর্ণ ব্যবসায়ী খুনে নাম জড়ানো প্রশান্ত বর্মনের আগাম জামিনের বিরোধিতা পুলিশের

স্বর্ণ ব্যবসায়ী খুনে নাম জড়ানো রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের (Prasanta Barman) আগাম জামিনের বিরোধিতা করল বিধাননগর পুলিশ কমিশনারেট...

মিনি নিলামে সিএসকে-কেকেআরের হাতেই বেশি টাকা, নজরে তারকা অজি পেসার

মহিলাদের প্রিমিয়ার লিগের নিলাম শেষ হতেই কাউনডাউন শুরু হয়ে গিয়েছে আইপিএল নিলামের। এবার অবশ্য আইপিএলের মিনি নিলাম(IPL Mini...

ইমরান খান কি জীবিত? পাকিস্তান অচল করতে বিক্ষোভ PTI-এর, রাওয়ালপিন্ডিতে জারি ১৪৪ ধারা

ইমরান খান(Imran Khan) কি জীবিত? তাঁর সঙ্গে দেখা করার দাবিতে মঙ্গলবার পাকিস্তানের ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে বিক্ষোভ পাকিস্তান তেহরিক...

রাঁচির চ্যাটার্ড অ্যাক্যাউন্টেন্টের ৯০০ কোটি টাকার সম্পত্তি! কয়েক কোটি নগদ উদ্ধার ইডির 

ফের টাকার পাহাড় উদ্ধার। মঙ্গলবার সকালে রাঁচির (Ranchi) এক চ্যাটার্ড অ্যাক্যাউন্টেন্ট নরেশ কুমার কেজরিওয়ালের (Naresh Kumar Kejriwal) বাড়ি...