Wednesday, May 14, 2025

ফের ইরান: স্কুলে ধর্মীয় নেতার স্তুতিগান না গাওয়ায় ছাত্রীকে পিটিয়ে খুন

Date:

Share post:

সঠিকভাবে হিজাব না পরায় নীতি পুলিশের মারে মাহশা আমিনের মৃত্যুকে ঘিরে উত্তাল ইরান। লাগাতার চলছে হিজাব বিরোধী বিক্ষোভ। এরই মাঝে এক স্কুল ছাত্রীকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে। তার অপরাধ, স্কুলের মধ্যে নিরাপত্তা বাহিনীর নির্দেশমতো ইরানের ধর্মীয় নেতা আয়তুল্লার স্তুতিগান গায়নি। আর এই ঘটনায় ইরানের বিক্ষোভ পরিস্থিতির আগুনে ঘি পড়লো বলে মনে করা হচ্ছে। বছর ষোলোর মৃত ওই ছাত্রীর নাম আসরা পানাহি।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রের খবর, ইরানের উত্তর-পশ্চিমে আরদাবিল শহরে গত সপ্তাহে শাহিদ উচ্চ বিদ্যালয়ে হানা দিয়েছিল নিরাপত্তা বাহিনী। এর পরই শ্রেণিকক্ষে ঢুকে ছাত্রীদের ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লা আলি খোমেনেইয়ের প্রশংসাসূচক একটি গান গাইতে বাধ্য করা হয় বলে অভিযোগ। বহু ছাত্রীই ওই গান গাইতে অস্বীকার করে। তার জেরেই তাদের মারধর করা হয় বলে অভিযোগ। জখম অবস্থায় আসরাকে হাসপাতালে ভর্তি করানো হলে বুধবার তার মৃত্যু হয়। আর মৃত্যুর বিষয়ে বিবৃতি প্রকাশ করে জানিয়েছে ‘দ্য কোঅর্ডিনেটিং কাউন্সিল অফ ইরানিয়ান টিচার্স ট্রেড অ্যাসোসিয়েসন্স’।

যদি ওই ছাত্রীর মৃত্যুর দায় নিতে অস্বীকার করেছে ইরান প্রশাসন। পাশাপাশি ছাত্রীর এক আত্মীয়ের দাবি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। কাকতালীয়ভাবে মাহশার ক্ষেত্রেও একই দাবি করা হয়েছিল। উল্লেখ্য ইরানের নিরাপত্তা বাহিনীর হাতে মৃত্যু হয়েছিল বছর বাইশের তরুণী মাহশা আমিনির। অভিযোগ ঠিকমতো হিজাব না পরায় তাকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ। এরপর পুলিশি অত্যাচারে তার মৃত্যু হয় বলে অভিযোগ ওঠে। গোটা ঘটনায়ক হবে ফুঁসে উঠেছে ইরানের মহিলারা নিজেদের চুল কেটে হিজাব পুড়িয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে তারা। এই বিক্ষোভে অংশ নিয়ে ইরান পুলিশের গুলিতে ইতিমধ্যেই বহু মহিলার মৃত্যু হয়েছে। এরই মাঝে ফের এই ঘটনা ইরানের বিক্ষোভের আগুন আরো বাড়িয়ে তুলবে বলে অনুমান করা হচ্ছে।

spot_img

Related articles

সন্ত্রাসবাদ রোখার সময় শান্তি চেয়ে পথে! বাম মিছিলে ইন্দিরা-স্তূতি

গোটা দেশ একজোট হয়ে সন্ত্রাসবাদের মোকাবিলায় সেনাবাহিনীর পাশে দাঁড়িয়েছে। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে সমর্থনের পথে গিয়েছে সিপিআইএম (CPIM) কেন্দ্রীয়...

আন্টি ও মনে হয় আর নেই: আকুল হয়ে রিঙ্কুকে ফোন করেন প্রীতমের বান্ধবী

যে ফোনটি পেয়ে উদভ্রান্তের মতো ছুটে গিয়েছিলেন সৃঞ্জয় দাশগুপ্তর মা রিঙ্কু মজুমদার, সেটি করেছিলেন তাঁর বান্ধবী। ফোনে তিনি...

রাজ্যের পরিবহনে নতুন দিশা! ১ কোটিরও বেশি যাত্রা সম্পূর্ণ ‘যাত্রী সাথী’র  

রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হওয়া অ্যাপ-নির্ভর ক্যাব পরিষেবা ‘যাত্রী সাথী’ ইতিমধ্যেই ১ কোটিরও বেশি সফল যাত্রা সম্পূর্ণ করেছে।...

রেকর্ড রূপান্তরকামীদের! সিবিএসই দশম-দ্বাদশের ফল প্রকাশ, এগিয়ে মেয়েরাই 

একইসঙ্গে প্রকাশিত হল সিবিএসই দশম ও দ্বাদশের ফল। পরীক্ষা শেষ হওয়ার ৩৯ দিনের মাথায় প্রকাশিত হল সেন্ট্রাল বোর্ড...