Sunday, November 16, 2025

Bangladesh-India Cricket: সাত বছর পর ডিসেম্বরের ১ তারিখ ঢাকায় আসছে রোহিত শর্মার দল

Date:

খায়রুল আলম, ঢাকা

বাংলাদেশ সফরে ভারতের সূচি চূড়ান্তই ছিল। বৃহস্পতিবার হল আনুষ্ঠানিক ঘোষণা। ২০১৫ সালের পর বাংলাদেশ সফরে আসছে দলটি। আগামী ১ ডিসেম্বর দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে বাংলাদেশ সফরে আসছে রোহিত শর্মারা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) জানিয়েছে, বাংলাদেশ-ভারতের সিরিজ শুরু হবে ওয়ানডে দিয়ে। ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ কিন্তু ওয়ানডে সুপার লিগের অংশ নয়।
২০১৪ সালে ধোনি-কোহলিকে বিশ্রাম দিয়ে রায়নাকে অধিনায়ক করে দ্বিতীয় সারির দল পাঠিয়েছিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI)।

পরের বছর অবশ্য মূল দল এলেও ওয়ানডেতে বাংলাদেশের কাছে ২-১ ব্যবধানে হেরেছিল ভারত।ওয়ানডে সুপার লিগের অংশ না হলেও টেস্ট সিরিজ টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। যেখানে প্রতিটি পয়েন্ট অত্যন্ত মূল্য অনেক। বিসিবি জানিয়েছে, ১ ডিসেম্বর ঢাকায় পা রেখে তিন দিন বিশ্রাম নিয়ে ৪ ডিসেম্বর প্রথম ম্যাচ খেলতে নামবে দুই দল। সিরিজের শেষ দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে ৭ ও ১০ ডিসেম্বর। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের সব ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। বন্দরনগরী চট্টগ্রামে হবে দুই দলের প্রথম টেস্ট। ১৪ থেকে ১৮ ডিসেম্বর ম্যাচটি অনুষ্ঠিত হবে। দ্বিতীয় টেস্ট ঢাকায় ২২ থেকে ২৬ ডিসেম্বর।

ভারতের বাংলাদেশ সফর নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘সাম্প্রতিক সময় বাংলাদেশ ও ভারতের বিপক্ষে ম্যাচ মানেই উত্তেজনা ছড়ায়, অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হয়। দুই দেশের ক্রিকেট ভক্তদের জন্য আরও একটি স্মরণীয় সিরিজ অপেক্ষা করছে। সূচি নিশ্চিত করে বাংলাদেশ সফরে আসার জন্য আমি ভারতীয় ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাই। আমরা ভারতকে স্বাগত জানাতে মুখিয়ে আছি।’

এদিকে বিসিসিআইয়ের সেক্রেটারি জয় শাহ বলেছেন, ‘ভারতের সঙ্গে আসন্ন দ্বিপাক্ষিক সিরিজের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে শুভেচ্ছা জানাই। ভারত-বাংলাদেশ ম্যাচ ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করে। আমরা জানি, বাংলাদেশের সমর্থকরা কতটা আবেগপ্রবণ। আমি আশা করি লাল বল, সাদা বলের ক্রিকেটে দারুণ ক্রিকেট উপহার দেবে বাংলাদেশ।

বাংলাদেশ-ভারত সিরিজের সূচি:

৪ ডিসেম্বর ২০২২: প্রথম ওয়ানডে, ঢাকা

৭ ডিসেম্বর ২০২২: দ্বিতীয় ওয়ানডে, ঢাকা

১০ ডিসেম্বর ২০২২: তৃতীয় ওয়ানডে, ঢাকা

১৪-১৮ ডিসেম্বর ২০২২: প্রথম টেস্ট, চট্টগ্রাম

২২-২৬ ডিসেম্বর ২০২২: দ্বিতীয় টেস্ট, ঢাকা

Related articles

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, আগামী সপ্তাহের গোড়াতেই ঊর্ধ্বমুখী পারদ

সকালে শীতের (Winter) অনুভূতি বেলা বাড়লে হালকা গরম, কার্তিক মাসের শেষ লগ্নে এভাবেই হিমেল আবহাওয়া উপভোগ করছে বঙ্গবাসী।...

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...

শ্যুটিং করতে গিয়ে রক্তাক্ত ছোটপর্দার নায়িকা তিয়াসা, চিন্তায় অনুরাগীরা!

টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ তিয়াসা লেপচা ফের খবরের শিরোনামে। এবার শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি (Tiyasha...

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...
Exit mobile version